#নিউজ ডেস্কঃ এটিএম (Automatic tailor machine)-এ টাকা তুলতে গেলে মেশিনের ঠিক উপর দিকটায় একটি সিসি ক্যামেরা লাগানো থাকে। যেই ক্যামেরা সর্বক্ষণ নজরদারি চালায় এটিএম-এর ভিতরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা। মূল কথা হলো, ATM মেশিনকে সুরক্ষা দেওয়াই হচ্ছে সিসি ক্যামেরার প্রধান কাজ। কিন্তু আপনি কি জানেন, ATM এর সিসি ক্যামেরার ফুটেজ কতদিন সংরক্ষিত থাকে ব্যাংকের কাছে?
আরবিআই (Reserve Bank of India)-এর একটি রিপোর্ট অনুযায়ী, ATM-এর সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা যে কোন সিস্টেমের পক্ষেই অত্যন্ত ব্যয়বহুল। এর জন্য প্রয়োজন স্টোরেজ বা বিশাল বড় ডাটা সেন্টারের। ফলে সিসি ফুটেজ দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে হলে এর খরচও প্রচুর পড়বে। তাই RBI জানাচ্ছে, কোন ব্যাংক কতদিন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখবে এ ব্যাপারে নির্দিষ্ট কোন নিয়ম বাঁধা নেই।
তবে কোন ব্যাংক চাইলে ২ থেকে ৩ মাস সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখেন পারে। যদিও সাধারণ ব্যাংক গুলি সিসি ফুটেজ ২ মাসের মধ্যে ডিলিট করে ফেলে। একটি ATM এ প্রতিদিনের নম্বরের পাশাপাশি ATM functioning সংক্রান্ত গ্রাহকের অভিযোগের সংখ্যা, instances of fraudulent withdrawals through ATM, এসবের উপর ভিত্তি করে, সিসিটিভি ফুটেজ আর্কাইভ করার সময়সীমার ব্যপারে সিদ্ধান্ত নেয়া হয়। তবে কোন ATM মেশিনের সাথে যদি অবৈধ কিছু কার্যক্রম ঘটে থাকে তাহলে সেই ফুটেজ দীর্ঘদিন সংগ্রহ করে রাখা হতে পারে।