Tuesday, October 15, 2024

মাথার উপর ৩১ কোটি টাকার ঋণের বোঝা, তাই ৬০০ টাকার বিনিময়ে নিতম্বের ছবি বিক্রি করে ঋণ মেটাচ্ছেন নায়িকা

The heroine started this strange business to pay off her debts

#নিউজ ডেস্কঃ কিসমত যে কখন কোন খেল দেখাবে সেটা বোঝা বড়ই মুশকিল। আর তা না হলে মাত্র ৬০০ টাকার বিনিময়ে নিজের নিতম্বের ছবি বিক্রি করে কাউকে কখনো ঋণের টাকা পরিশোধ করতে হবে সেটা কি কেউ কখনো ভেবেছে। এক সময় নামজাদা ব্রিটিশ ট্যাবলয়েড জুড়ে যার ছবি থাকতো এমনকি ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে ছিল যার নিত্য প্রতিদিনের ওঠাবসা তিনিই কিনা এখন দেউলিয়া হবার পথে। 

জানা গেছে, বছর খানেক আগে ৩১ কোটি টাকার ঋণ পরিশোধ করতে না পাড়ায় নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী ও মডেল কেটি প্রাইস এডেন। যদিও তখন ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে কেটি প্রাইসের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে চারিদিকে শুরু হয়েছিল গুঞ্জন। তাই কোন উপায়ন্ত খুঁজে না পেয়ে তখন মাসিক ১১ লক্ষ টাকার কিস্তিতে সেই ঋণ শোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই তারকা। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখা সম্ভব হয়নি তাঁর পক্ষে। তাই ৬০০ টাকার বিনিময়ে নিজের নিতম্বের ছবি অনলাইনে (Online) বিক্রি করে সেই ঋণ পরিশোধের চেষ্টা চালাচ্ছে কেটি।

মিডিয়া রিপোর্টের তথ্য অনুযায়ী, একটি ওয়েবসাইটের (Website) মাধ্যমে মাসিক চুক্তিতে ভক্তদের নিতম্বের ছবি বিক্রি করে থাকেন কেটি। আর এ জন্য ভক্তদের মাসিক সাবস্ক্রিপশন (subscription) ফি দিতে হয় প্রায় ২ হাজার টাকার কাছাকাছি। তবে কোন ভক্ত যদি কেটির ডান নিতম্ব এবং বাম নিতম্ব অর্থাৎ ডান সাইট এবং বাম সাইটের ছবি একসাথে কিনতে চায় তাহলে তাকে দিতে হবে অতিরিক্ত ৬০০ টাকা। এছাড়াও অন্তর্বাস পরিহিত একটি ছবি প্রকাশ করে কেটি তার ভক্তদের উদ্দেশে লেখেন, ‘যাঁরা পিচ ফল ভালবাসেন, তাঁদের জন্য পিচ ফলের সম্পূর্ণ ছবি।

যদিও অনেক বিশেষজ্ঞদের দাবি, কেটির এসব কার্যক্রমের জন্য আগামী দিনে তার হাজতবাস পর্যন্ত হতে পারে।
আপনার জন্য
WhatsApp Logo