Google Map এ ধরা পড়লো স্ত্রীর পরকীয়ার ছবি

#নিউজ ডেস্কঃ গুগল ম্যাপ ব্যবহার করে ফাঁকা রাস্তা কিংবা অচেনা পথ খুঁজে বের করা একদমই সহজ। কিন্তু এই ম্যাপের (Map) কারণেই বিপদে পড়তে হলো এক বিবাহিত মহিলাকে। যার জেরে ওই মহিলার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। কারণ এক ব্যক্তি গুগল ম্যাপের স্ট্রীট ভিউ ফিচারটি (Street View feature) ব্যবহার করে নিজের স্ত্রীর পরকীয়া ধরেছেন।
ঘটনাটি ঘটেছে পেরুর (Peru) রাজধানী লিমা শহরে। সেখানে এক ব্যক্তি গুগল ম্যাপে (Google maps) সার্চ করছিলেন কিভাবে অল্প সময়ের মধ্যে লিমার একটি বিখ্যাত ব্রিজে পৌঁছানো যায়। ম্যাপে তার সামনে ফুটে উঠে বেশ কিছু রাস্তার ছবি ও দিক নির্দেশনা। কিন্তু সেই ছবির মধ্যেই দেখা যায় তার স্ত্রীকে। এক ব্যক্তি তার স্ত্রীর কোলে সাদা টি-শার্ট এবং নীল জিন্স পরে শুয়ে আছেন। বিষয়টি আরো নিশ্চিত করতে ব্যক্তিটি ছবিটা কিছুটা জুম (Zoom) করেন। এবং জুম করতেই নিজের স্ত্রীকে পুরোপুরি ভাবে সনাক্ত করেন তিনি।
 
এরপর বাড়ি ফিরে স্ত্রীকে ডিভোর্স (Divorce) দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। এবং বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর পরকীয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) পোষ্ট করেন তিনি।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment