বরকে রেখে পুরোহিত মশাইয়ের সঙ্গে পালাল বউ!

#নিউজ ডেস্কঃ  বরকে ফেলে পুরোহিত মশাইয়ের সঙ্গে পালাল সদ্য বিবাহিত নব বধূ। এর আগে গত ৭ মে (May) ওই তরুণীকে এক ব্যক্তির সঙ্গে বিয়ে পড়িয়েছিলেন ওই পুরোহিত। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিরঞ্জ শহর এলাকায়।

জানা যায়, গ্ৰামে কোন পূজা-অর্চনা বা কোন শুভ কাজ হলেই বিনোদ মহারাজা নামে ওই পুরোহিতের ডাক পড়তো সবার আগে। তাই সেই রীতিনীতি অনুযায়ী ওই তরুণীকে ৭ মে বিয়ে পড়ান তিনি। এবং বিয়ের এক সাপ্তাহ পর ওই তরুণী তার বাপের বাড়িতে বেড়াতে এলে। ২০ মার্চ (March) বিনোদ এই নববধূকে নিয়ে পালিয়ে যায়।

এদিকে গ্ৰামের অন্য একটি মেয়েকে বিয়ে পড়ানোর কথা ছিল বিনোদের। কিন্তু ওই পুরোহিতকে গ্ৰামে হন্যে হয়েও খুঁজে পাওয়া যায়না তাকে। অন্যদিকে আবার সদ্য বিবাহিত ‘নববধু’ তাঁকেও বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর অনেক খোঁজাখুঁজি পর গ্রামবাসীরা পুরোহিতের সঙ্গে নববধুর পালানোর বিষয়টি বুঝতে পারেন।

আর এরপরেই ওই তরুণীর বাড়ির লোক থানায় একটি অভিযোগ দায়ের করেন বিনোদের নামে। জানা যায়, প্রায় ২ বছর বিনোদ এবং ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিনোদ ছিলেন ২ সন্তানের বাবা। এবং ওই তরুণী পালানোর সময় গয়নাগাটি সহ নগদ ৩০ হাজার টাকা তার সাথে করে নিয়ে যায়।
 
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment