Tuesday, December 3, 2024

প্যারাসিটামলের থেকেও বহু গুণ কার্যকারী বিয়ার:গবেষক

#হেল্থ ডেস্কঃ সাধারণত বিয়ার খেলে ওজন বৃদ্ধি, কোলোনিক ফ্যাট ও লিভারের নানান সমস্যা দেখা দেয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার (Australia) একদল গবেষক এই বিয়ার নিয়ে আশ্চর্যকারী এক তথ্য জানিয়েছেন। পেইন জার্নালে (Pain Journal) প্রকাশিত সেই রিপোর্ট অনুযায়ী, বিয়ারের অত্যন্ত একটি গুনের কথা সেখানে বলা হয়।

বিয়ার একটি ঔষধ। অর্থাৎ প্যারাসিটামলের (Paracetamol) থেকেও ব্যথা কমাতে খুবই কার্যকরী ও কম ক্ষতিকর হল এই বিয়ার।

ব্রিটিশ গ্ৰিনইউচ বিশ্ববিদ্যালয়ের গবেষক ট্রেভর টমসন তার দাবি, ব্যথা কমানোর ক্ষেত্রে ঔষধের থেকেও বেশি ভালো  অ্যালকোহল। টমাস বলেন, তার বিশ্ববিদ্যালয়ে মোট ৪০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে ১৮ টি পরীক্ষা করা হয় বিয়ার বিষয়ক। এবং সেই পরীক্ষায় মূলত উঠে আসে, বিয়ার ব্যথা কমানোর পাশাপাশি যন্ত্রণা উপশমেও সাহায্য করে।

শুধু তাই নয় টমাসের আরো দাবি, বিয়ার মস্তিষ্কের রিসেপটরে (Receptor) ব্যথা রোধ করে স্বস্তি এনে দেয়। তাই প্যারাসিটামলের থেকেও বিয়ার অনেক বেশি কার্যকর।
আপনার জন্য
WhatsApp Logo