Friday, December 13, 2024

দাঁত কিনতে চেয়ে ১৫ লাখ টাকা খরচ!

#নিউজ ডেস্কঃ  মাঝে মাঝে ভক্তদের আবদার তারকাদের বেশ অসুবিধার মধ্যে ফেলে। কিন্তু তা সত্ত্বেও অনেক ভক্তদের অনুরোধ তারকাদের মেনে নিতেই হয়। কারণ ভক্তদের জন্য তারকা আর তারকাদের জন্য ভক্ত।

ঠিক তেমনি এক ঘটনার সম্মুখীন হলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত জনপ্রিয় মডেল এলি-রে। তিনি সম্প্রতি তার এক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ( social media) সেয়ার করে তিনি সেখানে লেখেন,  এক ভক্ত তার দাঁত কিনতে চেয়েছিলেন তাও আবার ১৫ লাখ টাকার বিনিময়ে। এলিনের দাঁত নাকি তার খুব পছন্দ। এমনি ওই ভক্ত আরো জানায়, সে নাকি এলিনের সমস্ত অপারেশনের খরচও উঠাতে প্রস্তুত ছিল।  আর নিজো ভক্তের মুখে এমন আবদার শুনে এলিনের চক্ষু চড়কগাছে উঠে যায়। তবে এলিন ওই ভক্তের আবদার সম্পুর্ন নাকচ করে দিয়ে সে জানায়,

মাঝে মধ্যেই ওই ভক্তের কথা মনে পড়লে আমার খুবই হাসি পায়, যে কিনা আমার দাঁতের প্রেমে পড়েছিল।

তবে জানিয়ে রাখি, এলিন প্রায় ১৫ বছর আগে নার্স হিসাবে কর্মরত ছিলেন এক হসপিটালে। এরপর তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের নাম লেখান।

#আরো পড়ুনঃ গত ৭০০ বছরেও মদ ছুঁয়ে দেখেনি এই গ্ৰামের লোকজন  
আপনার জন্য
WhatsApp Logo