#বিস্তারিতঃ করোনা অতিমারির জেরে পর্যটন শিল্প একবারে লাটে উঠেছে। ফলে যে সমস্ত বিলাসবহুল বাস গুলো যাত্রীদের নিয়ে দূর-দূরান্তে ঘুরতে যেতেন তাদের ব্যবসাও ২ বছর ধরে লস মুখী। সেই সাথে বাস গুলি রাস্তায় চলুক আর না চলুন বাসগুলির বাৎসরিক প্রিমিয়াম খরচ এবং সরকারি কর তো তাদেরই দিতেই হবে।
ফলে ব্যবসা বন্ধ হাওয়ায় পেটে হাত পড়েছে অনেক বাস মালিকেরই। তাই পেটের দায়ে ১০ টি বাস বিক্রি করার সীদ্ধান্ত নিয়েছেন এক বাস মালিক। তাও আবার ৪৫ টাকা কেজি দরে।
কেরালায় (Kerala) বসবাসরত সেই বাস মালিকদের নাম, জোসেফ। ২ বছর আগেও তার ব্যবসা বেশ রমরমিয়ে চলতো। এখন তার কাছে মাত্র ১০ টি বাসই অবশিষ্ট রয়েছে। বাকি বাস গুলি বিক্রি হয়ে গিয়েছে অনেক আগেই।
জোসেফ জানিয়েছেন, তিনি তার কাছে অবশিষ্ট বাস গুলো কেজি দরে বিক্রি করে দিতে চাইছেন। কারণ করোনা আবহওয়ে তার ব্যবসা প্রচুর রস মুখী চলেছে।
শুধু জোসেফ বলে নয়, পর্যটক শিল্পের সাথে যুক্ত এমন অনেকেই আছেন, যাদের আজ বেহাল দশা। তারাও সরকারের কাছে সাহায্যের আরজি জানিয়েছে।
#আরো পড়ুনঃ বাস চালকে মারধরের অভিযোগে গ্রেফতার এক মহিলা