Wednesday, October 9, 2024

আড়াই বছর ধরে নিজের ঘরের টেবিলের উপর বসে রইলো বৃদ্ধা!

The old woman sat on the table in her room for two and a half years!
#নিউজ ডেস্কঃ এটা কোন সিনেমার পর্দার গল্প নয়। অদ্ভুত রহস্যময় এই ঘটনাটি সত্যিই ঘটেছে। যা কিনা হার মানাবে সিনেমার গল্প কথাকেও। 

ঘটনাটি অনেকটা বিখ্যাত পরিচালক অ্যালফ্রেড হিচককের(Alfred Hitchcock) তৈরি করা একটি সিনেমার মতোন। যেখানে এক বৃদ্ধা মহিলা একদমই একা অবস্থায় ইতালির (Italy)  লেক-কামর প্রেসটিনা (Lake-kamar Prestina) নামক একটি জঙ্গলে ঘেরা  বাগান  বাড়িতে একা বাস করতো। প্রিয়জন বলে কেউই ছিল না ওই ৭০ বছর বয়সী বৃদ্ধার

কিন্তু ওই বৃদ্ধাকে গত আড়াই বছর ধরে তার প্রতিবেশীরা তাদের এলাকায় তাকে দেখতে পান না। যার ফলে সাধারণত তারা ধরেই নিয়েছিল, ওই বৃদ্ধা মহিলাটি হয়তো অন্যত্র কোথাও চলে গিয়েছে। আবার সম্প্রতি ওই এলাকাতে একটি ঝড় হাওয়া বয়ে যায়। যার ফলে বেশ কিছু গাছপালা ওই মহিলাটির বাড়ির উপর ভেঙে পড়ে। স্থানীয়রা খবর দেয় পুলিশে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবং পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকলে তারা দেখতে পায়, একটি টেবিলের উপর মৃত অবস্থায় বসে থাকার মতোন বসে রয়েছে বৃদ্ধা। পুলিশ জানতে পারে, বৃদ্ধা মহিলাটি অনেক আগেই মারা গেছেন। কিন্তু প্রতিবেশীরা তা কোনদিন টেরই পাননি।

তারা এক মুহূর্তের জন্য  ভাবতেও পারেননি,যে একজন বয়স্ক মহিলার শরীর খারাপও হতে পারে। গিয়ে তারা বৃদ্ধা মহিলাটির কোন খোঁজখবরও নেননি। তবে  ওই বৃদ্ধা মহিলাটি কিভাবে এতো অদ্ভুত ভাবে মারা গেল, তাও আবার চেয়ারের উপর বসে। সেটা জানতে পুলিশ গোটা ঘটনায় তদন্ত চালাচ্ছে।

#আরো পড়ুনঃ প্রথম দেখাতেই প্রেম, তার পর বিয়ে ৬২ বছরের বৃদ্ধার। 

আপনার জন্য
WhatsApp Logo