৫৫৮ টাকা দিয়ে কেনা চেয়ার বিক্রি হল ১৮ লক্ষ টাকায়

 

#বিস্তারিতঃ চেয়ারটির প্রকৃত দাম সম্পর্কে জানতেন না দোকানের মালিক। তাই সেটিকে বিক্রির জন্য রেখেছিলেন তিনি। অবশেষে এক মহিলা এসে সেই চেয়ারটি মাত্র ৫৫৮ টাকায় কিনে নেন। এবং পরে ওই নারী চেয়ারটিকে বিক্রি করে ১৮ লক্ষ টাকায়!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এমনি এক অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের পূর্ব সাসেক্সোর ব্যাইটনে (Byte in Sussex) অবস্থিত একটি দোকানে। 

একটি প্রতিবেদন অনুসারে, ওই মহিলাটি মাত্র  ৫ পাউন্ড দিয়ে (৫৫৮টাকা) চেয়ারটি কিনেছিলেন। তার পরেই এক বিশেষজ্ঞের সাথে আলাপ করেন তিনি এবং যানা যায় এই চেয়ারটি কোন সাধারণ চেয়ার নয় বরং দেখতে সাধারণের মতোন হলেও এটিতে ছিল অদ্ভুত সুন্দর নকশা আঁকা। এই চেয়ারটি ছিল ২০ শতাব্দীর অস্ট্রিয়ার ভিয়েনা আভান্ট-গার্ড অফ স্কুলের চেয়ার (Avant-garde off School) ১৯০২ সালে অস্ট্রিয়ান প্রেইন্টার কোলোম্যান মোজার এই চেয়ারটির নকশা করেছিলেন। এবং ভিয়েনা সেকশন আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন তিনি।

আর সেই ঐতিহাসিক চেয়ারই একটি ভাঙ্গারি দোকান থেকে কিনেছিলেন ওই মহিলা। চেয়ারটির আসল মূল্য বুঝতে পেরে  মহিলাটি সেটিকে নিলামে তোলেন। এবং শেষমেষ চেয়ারটি বিক্রি হয় ১৮ লক্ষ টাকায়। 

মহিলাটি এই বিষয়ে বলেন, আমি  খুব খুশি যে মাত্র ৫৫৮ টাকায় চেয়ার কিনে সেটিকে ১৮ লক্ষ টাকায় বিক্রি করতে পেরেছি।

আরো পড়ুনঃ  ১১ বছর ধরে নিজের স্বামীর মৃতদেহ ফ্রিজের ভিতরে লুকিয়ে রেখেছিলেন স্ত্রী! 


WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment