Wednesday, November 13, 2024

মেয়ের বান্ধবীকে আপত্তিকর ছবি পাঠিয়ে গ্রেপ্তার বাবা

The father was arrested for sending offensive pictures to his girlfriend
চিত্রঃসংগৃহীত।

    

বিস্তারিতঃ  ফেসবুক মেসেঞ্জারে মেয়ের বান্ধবীকে লাগাতার অশ্লীল জনক ছবি ও আপত্তিকর ভিডিও পাঠাতেন সুব্রত গুপ্ত নামে এক মাঝবয়সী ব্যক্তি।  ঘটনা জানাজানি হলে পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, জলপাই গুঁড়িতে বসবাসরত সুব্রত  তার মেয়ের এক স্কুল সহপাঠীকে ফেসবুক (Facebook) মেসেঞ্জারের মধ্যমে প্রতিনিয়ত অশ্লীল ছবি ও ভিডিও পাঠাত। এমনকি ফেসবুক থেকে  ওই নাবালিকার  ছবি সংগ্রহ করেও সেই ছবি ফটোশপের মাধ্যমে এডিট করে অশ্লীল  বানিয়ে তার পর সেই ছবি পাঠাত ওই নাবালিকাকে। 

নাবালিকা প্রথমে তার বান্ধবীর বাবার এমন কার্যকলাপ দেখে ভয়ে চুপ করে থাকে। কিন্তু এক পর্যায়ে এসে এই সমস্যা মাত্রাধিক হয়ে উঠলে ওই নাবালিকা খবরটি তার দাদাকে জানান। খবরটি শুনে  নাবালিকার দাদা ওই ব্যক্তিতে প্রথমে তাদের বাড়িতে ডাকে। কিন্তু সুব্রত গুপ্ত তাদের বাড়িতে আসতে মানা করে দেয়। 

এর পরেই ওই নাবালিকা মেয়েটির দাদা ওই ব্যক্তির বাড়ি গিয়ে তাকে প্রচুর মারধর করে। এবং খবরটি পুলিশের কাছে পৌঁছালে ঘটনায় পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে নিয়ে যায়। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

আপনার জন্য
WhatsApp Logo