মেয়েদের ৭০০ টি অন্তর্বাস চুরি! অবশেষে হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত চোর

The-story-of-how-the-police-caught-a-notorious-thief

#নিউজ ডেস্কঃ একটি নয় দুটি হয় বরং মেয়েদের ৭০০ টি অন্তর্বাস চুরি করেছে এক কুখ্যাত চোর। অবশেষে সেই চোরের দফা হল রফা। আরও একটি অন্তর্বাস চুরি করতে গিয়েই হাতে নাতে ধরা পড়ে ওই চোর। ঘটনাটি ঘটেছে, জাপানের (Japan) এক শহরে।
ঘটনায় জাপান পুলিশ জানায়, একটি লন্ড্রি থেকেই মেয়েদের অন্তর্বাস গুলো চুরি করতো ওই চোর। চুরির পর সেই অন্তর্বাস গুলো ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতো সে। পুলিশ বলে, ধৃত ওই চোরের নাম হলো তেতসুয়ো উরাতা। বয়স ৫৬ ।

এদিকে সেই লন্ড্রি দোকান মালিকের দাবি, বিগত কয়েকদিন ধরেই তিনি তার গ্রাহকদের থেকে অভিযোগ পাচ্ছিলেন যে। তার দোকানে অন্তর্বাস ধুতে দিলেই সেগুলো চুরি হয়ে যাচ্ছে। তাই সেই চোরকে ধরতে তক্কে তক্কে ছিলেন তিনি। এরপর সেই চোর রাতের বেলায় আবারও অন্তর্বাস চুরি করতে আসলে এবার হাতেনাতে ধরা পড়ে সে। ধরা পড়ার পর ওই চোরের থেকে তৎক্ষণাৎ উদ্ধার হয় ২১ অন্তর্বাস। 
এরপর পুলিশ ওই চোরের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালালে তারা ৭০০ টি অন্তর্বাস খুঁজে পায়। পরে সেই অন্তর্বাস গুলো তাদের মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment