আপনি কি একজন সরকারি চাকরিপর্থী? অথবা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য রয়েছে যে দারুন সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় একটি দপ্তর CSIR NBRI এরফে Multi Tasking Staff (MTS) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনারা যারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থী আছেন চাইলে উক্ত এই পদের জন্য জন্য আবেদন করতে পারেন। এবং এ সমন্বিত বিস্তারিত বিবরণ জেনে নিন আমাদের প্রতিবেদনটি থেকে।
পদের নাম এবং উক্ত:
এখানে উক্ত পদের নামটি হচ্ছে MTS তথা Multi Tasking Staff এখানে মোট ১৭ টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ অথবা উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরি- প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ST/SC: ৫ বছর, OBC (Non-Creamy Layer): ১০ বছর, PwBD (SC/ST): ১৫ বছর, PwBD (OBC): ১৩ বছর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন:
উক্ত পদে চাকরি পাওয়া ব্যক্তিদের পে লেবেল ১ অনুসারে ১৮,০০০/- টাকা থেকে ৩৮,০০০/- টাকার মধ্যে। এছাড়াও বিভিন্ন ভাতা মিলিয়ে এই বেতন আরো বাড়তে পারে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এ সম্বন্ধে যাবতীয় তথ্য অফিশয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আর রেজিস্ট্রেশন করতে হবে এরপর প্রয়োজনীয় নথিপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে। উক্ত আবেদন করার লিংক আবেদনকারীদের সুবিধার্থে নিচে দেও দেওয়া হলো।
আবেদন মূল্য:
এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের (সঙ্গে নারীদের) কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না। তবে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে আবেদন করার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
আবেদন করুন: Apply Now