Indian Coast guard Recruitment: ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস

আপনি কি ভারতীয় উপকূল রক্ষী বাহিরে Indian Coast guard এ চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। সম্প্রতি Indian Coast guard civilion এর তরফ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে অসংখ্য শূন্য পদে শুধুমাত্র দশম শ্রেণীর পাস থাকলে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। তাই আপনি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে চাকরি করতে চান অথবা একটি সরকারি চাকরির সন্ধানে রয়েছেন এই প্রতিবেদনটি আপনার জন্য। জেনে নিন বিস্তারিত তথ্য।

 

পদের নাম এবং শূন্যপদ: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় উপকূল রক্ষীর বাহিনীর তরফ থেকে যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে

১) স্টোর কিপার

২) ইঞ্জিন ড্রাইভার

৩) ড্রাফটসম্যান

৫) লাস্কার, ফায়ারম্যান

৬) এমটিএস (দফতারি, পিয়ন, চৌকিদার),

৭) অদক্ষ শ্রমিক

এখানে মোট ১৩ টি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে। এবং মনে রাখবেন কিছু পদের জন্য এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীরা এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ এবং সেই সাথে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

Qualification

মাসিক বেতন:

পদ অনুযায়ী যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন Pay Level 1 to 4 অর্থাৎ ১৮,০০০/- থেকে ৮১,১০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 

আবেদনকারীদের বয়স এখানে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া: 

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা, কিছু পদের জন্য মেডিকেল ফিটনেস এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে চাকরিতে নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য অফিসার বিজ্ঞপ্তিতে রয়েছে। যা ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

আবেদনকারীদের সমস্ত valid documents সহ নিচে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে সেটি পূরণ করে। এবং প্রয়োজনীয় নদীর জেরক্স সহ নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ: 

মনে রাখবেন এখানে আবেদন করার শেষ তারিখ ১১ Number 2025.

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

The Commander, Coast Guard Region (West), Alexander Graham Bell Road, Malabar Hill PO, Mumbai-400006

আবেদন মূল্য:

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্রের সঙ্গে একটি আলাদা খালি খাম সংযুক্ত করতে হবে, এবং তাতে নিজের ঠিকানা লেখা থাকবে এবং তাতে ₹৫০ মূল্যের ডাকটিকিট থাকবে।

Download official notification

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment