সরকারি চাকরির দেওয়ার ক্ষেত্রে ভারতীয় রেলওয়ে রয়েছে দেশের ১ নম্বরে। এবার ভারতীয় রেলওয়েই একটি ডিপার্টমেন্ট তথা IRCTC (Indian Railways Catering and Tourism Corporation) এর তরফ থেকে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ১২ মাসের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং কর্মসংস্থান দেওয়া হবে। তাই আপনি যদি রেলের IRCTC তে উক্ত পদের জন্য আবেদন করতে চান বিশদে পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম এবং শূন্যপদ:
IRCTC এর তরফ থেকে যে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার নাম হচ্ছে Apprentices অর্থাৎ শিক্ষানবিশ পদ। এখানে আবেদনকারীদের ১২ মাসের ট্রেনিং দেওয়া হবে এবং মোট ৪৫ টা শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ এবং NCVT/SCVT অনুমোদিত “ITI সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
এখানে প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের প্রতিমাসে ৯,৬০০/- টাকা করে স্টাইপেন দেওয়া হবে।
নিয়োগ স্থান:
IRCTC/East Zone/Kolkata থেকে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে কোনরকম কোন লিখিত পরীক্ষা হবে না বরং। এখানে শিক্ষাগত যোগ্যতা মার্কের শতাংশের ভিক্তিতে merit list প্রকাশ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে আবেদনকারীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদনকারীদের নির্দিষ্ট তারিখের আগে IRCTC এর উল্লেখ্য website এগিয়ে অনলাইনে আবেদন ফরম জমা দিতে হবে। মুখ্য website লিংক নিচে দেওয়া হলো। সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা।
আবেদন করার শেষ তারিখ:
মনে রাখবেন এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২৫
আবেদন করুন: Apply Now