Indian Army recruitment: ভারতীয় আর্মিতে নতুন করে কর্মী নিয়োগ, ৬৯ টি শূন্যপদ! জেনে নিন আবেদন পদ্ধতি

নতুন করে বিভিন্ন পদে চাকরি খালি রয়েছে ইন্ডিয়ান আর্মিতে। আবেদন জানাতে পারবেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতাতেই। যদি আপনি কম শিক্ষাগত যোগ্যতায় ইন্ডিয়ান আর্মিতে ভালো বেতনের চাকরি করতে ইচ্ছুক করে থাকেন এবং এই মুহূর্তে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন,তাহলে এটি আপনার জন্য দারুন সুযোগ হতে চলেছে। নিম্নে এই সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

 

পদের নাম:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্ডিয়ান আর্মির তরফে নতুন করে Junior Technical Training Instructor, Stenographer, Lower Division Clerk, Multi-Tasking Staff (MTS), Washerman বা Dhobi কর্মী নিয়োগ করা হবে। উক্ত পদগুলির জন্য মোট ৬৯টি শূন্যপদ খালি রয়েছে।

বয়স সীমা:

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সেসঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:

আপনারা উক্ত পদগুলিতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারেন।

মাসিক বেতন:

উক্ত যেকোনো একটি পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হবে ১৮,০০০/-থেকে শুরু করে সর্বোচ্চ ৮১,১০০/- টাকারও বেশি।

নিয়োগ প্রক্রিয়া: 

উক্ত পদে বেশ কয়েকটি ধাপে বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

১) প্রথম ধাপে Short Listing এবং একটি লিখিত পরীক্ষা

২) দ্বিতীয় ধাপে স্কিল / ফিজিক্যাল টেস্ট

৩) তৃতীয় ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে এই সম্পর্কিত বাকি তথ্য দেখে নিতে পারেন।

আবেদন প্রক্রিয়া:

উক্ত পদগুলিতে আপনাদের ‘Indian Amry’র অফিশিয়াল পোর্টাল থেকে অনলাইন আবেদন জানাতে হবে।। নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন জানাতে পারবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখে নিতে পারেন।

আবেদর তারিখ:

উক্ত পদে আবেদন অক্টোবর মাসের ১১ তারিখ থেকে নভেম্বর মাসের ১৪ তারিখ পযর্ন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করুন: Apply Now

Download official Notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment