শুধুমাত্র মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই এবং প্রচুর সংখ্যক শূন্যপদে গ্রুপ সি এবং ডি লেভেলের পদে চাকরি খালি রয়েছে ইন্ডিয়ান আর্মিতে। যারা ইন্ডিয়ান আর্মিতে একটি সম্মানজনক পদে, ভালো বেতনে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই চাকরির খবর।।
নতুন করে ইন্ডিয়ান আর্মিতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত,কিভাবে আবেদন জানাতে হবে-সবই বিস্তারিত তুলে ধরা হলো।।
পদের নাম:
নতুন করে মোট ১৯৪ টি শূন্য পদে ইন্ডিয়ান আর্মিতে লোয়া ডিভিশন ক্লার্ক, ইলেকট্রিশিয়ান, স্টোরকিপার, মেকানিক, ট্রেডসম্যান, ফিটার, ওয়েল্ডার,কুক সহ অন্যান্য কিছু পদে কর্মী নিয়োগ করা হবে।।
বয়স সীমা:
আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই বেশিরভাগ পদে আবেদন জানাতে পারবেন। তবে টেকনিক্যাল পদ গুলোতে আবেদন জানানোর জন্য মাধ্যমিক পাস ছাড়াও আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন:
যেকোনো একটি পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হবে ৫,০০০/-থেকে শুরু করে সর্বোচ্চ ৩০,০০০/- টাকারও বেশি।
নিয়োগ প্রক্রিয়া:
উক্ত পদে বেশ কয়েকটি ধাপে বাছাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
১) প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা ;
২) দ্বিতীয় ধাপে তাদের স্কিল টেস্ট ;
৩) তৃতীয় ধাপে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট ;
৪) এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন ;
৫) এবং সব শেষে মেডিকেল এক্সামিনেশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।।
আবেদন প্রক্রিয়া:
উক্ত পদে প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে। অফলাইনে আবেদন জানানোর জন্য-
১) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং আবেদন পত্রটি ডাউনলোড করে নিন।
২) এরপর আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।
৩) প্রিন্ট আউট বের করা হয়ে গেলে সেটিকে প্রয়োজনীয় নথিপত্র সহ পূরণ করুন।
৪) পূরণ করা হয়ে গেলে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
▪ আবেদন সম্পর্কে কোনো তথ্য জানতে হলে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ৪,৫ এবং ৬ নম্বর পৃষ্ঠা ভালো করে দেখে নেবেন।
আবেদনের শেষ তারিখ:
জানিয়ে রাখি BSF এর উক্ত পদ গুলোর জন্য এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হলে তা আমাদের website এ জানিয়ে দেওয়া হবে।