আপনি কি কেন্দ্রীয় সরকার দফতরে চাকরি করতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। সম্প্রতি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন সংক্ষেপে DSSSB এর তরফ থেকে ৬১৫ টি শুন্যপদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা চাইলে এখানে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি DSSSB এর প্রকাশিত পদ গুলোতে আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে উক্ত পদ গুলোর নাম হচ্ছে:
১) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার (০২)
২) জুনিয়র ড্রাফটসম্যান (০৬)
২)বেলিফ (১৪)
৩) নায়েব তেহসিলদার (০১)
৪)সিনিয়র ইনভেস্টিকেটর (০৭)
৫) সার্ভেয়র (১৯)
৬) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (৯৩)
৭) স্টেনোগ্রাফার (০১)
৮)চিফ অ্যাকাউন্ট্যান্ট (০১)
৯) ফরেস্ট গার্ড (৫২)
১০) মিউজিক টিচার (০৩)
এছাড়াও আরো বিভিন্ন পদে নিয়োগ করা হবে যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে দেখে নিতে হবে প্রার্থীদেরকে।
মোট শূন্যপদ সংখ্যা:
এখানে মোট শূন্যপদ সংখ্যা ৬১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে বেশ কিছু পদে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। তবে উক্ত পল সম্বন্ধে বিস্তারিত বিবরণ অফিসিয়াল থেকে দেখে নিতে হবে প্রার্থীদেরকে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে সর্বনিম্ন ১৮ বছর থেকে আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীদের জন্য রয়েছে সর্বোচ্চ বয়সের ছাড়সীমা।
মাসিক বেতন:
প্রতিটা পদ অনুযায়ী এখানে বেতন সীমা ভিন্ন ভিন্ন। তবে সরকারি নিয়ম কাঠামো পে লেবেলের উপর ভিত্তি করে এখানে বেতন দেও হবে।
নিয়োগ পদ্ধতি:
এখানে প্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT) এবং নির্দিষ্ট কিছু পদের জন্য অতিরিক্ত ভাবে সংশ্লিষ্ট দক্ষতা বা ট্রেড পরীক্ষাও নেওয়া হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদনকারীদের এখানে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: এখানে এখনো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায়। জানামতে ১৮ আগষ্ট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।