RRB recruitment: ৬২৩৮ টা শূন্যপদ, RRB টেকনিশিয়ান পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

সরকারি চাকরি করার স্বপ্ন আমাদের অনেকের মধ্যেই থাকে। বিশেষ করে যদি সেটা হয় ভারতীয় রেলে (Indian railway) তাহলে তো কোন কথাই নেই। সম্প্রতি ভারতীয় রেলের নিয়োগ সংস্থা তথা RRB এর তরফ থেকে দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্য পদে টেকনিশিয়ান ( RRB technician recruitment 2025) পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৬ হাজারেরও বেশি। তাই আপনি যদি একজন সরকারি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং RRB টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে চান তাহলে বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

 

পদের নাম: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে ভারতীয় রেলের নিয়োগ সংস্থার তরফ থেকে যে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তার নাম হচ্ছে

১)RRB technician Gr. – I

২) RRB technician Gr. – III

শূন্য পদ সংখ্যা: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উক্ত দুটি পদের জন্য এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৬২৩৮ টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা: 

আবেদনকারীরা এখানে RRB technician Gr. – I পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে B.Sc./diploma পাশ এবং  RRB technician Gr. – III পদের নাম সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশের সাথে মাধ্যমিক পাশের যোগ্যতা চাওয়া হয়েছে।

 

বয়সসীমা: 

RRB এর উক্ত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়সসীমা আলাদা আলাদা চাওয়া হয়েছে যেমন: RRB technician Gr. – I পদের জন্য বয়স ১৮-৩৬ বছর এবং RRB technician Gr. – III পদের জন্য বয়স সীমা চাওয়া হয়েছে ১৮ – ৩৩ বছর।

নিয়োগ প্রক্রিয়া: 

প্রার্থীদের এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে। যথাক্রমে

১) CBT লিখিত পরীক্ষা

২) ডকুমেন্টস ভেরিফিকেশন

৩) মেডিকেল পরীক্ষা

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

ইচ্ছুক চাকরি প্রার্থীদের নির্দিষ্ট আবেদনের তারিখ সময়সীমা শেষ হবার আগেই RRB এর উক্ত পোর্টালে গিয়ে নিজের আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্ক থেকে অথবা নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফে থেকেও RRB এর উক্ত দুটি পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

RRB technician recruitment

আবেদন মূল্য: 

এখানে আবেদনগুলো ধার্য করা হয়েছে

• General/ OBC/Ews – 500/- টাকা।

• ST/SC/female – 250/- টাকা।

আবেদন করার শেষ তারিখ: ৭ আগস্ট ২০২৫

আবেদন করুন: Apply Now

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment