বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ মেধাবী ছাত্র-ছাত্রীদের যেটা মূল সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হল তাদের আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার কারণেই মেধাবী হওয়া সত্ত্বেও বহু ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারেন না। ভারতের এই সমস্যাটা দূর করতে বিভিন্ন সরকারি স্কলারশিপ যেমন শুরু করা হয়েছে, ঠিক একইভাবে বিভিন্ন বেসরকারি সংস্থার তরফেও শুরু করা হয়েছে নানা স্কলারশিপ। আজ আমরা ছাত্র-ছাত্রীদের সেরকম-ই একটি বিশেষ স্কলারশিপ সম্পর্কে জানাবো,যেখান থেকে ১৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা পেয়ে থাকে।
আজ আমরা ছাত্র-ছাত্রীদেরকে যে বেসরকারি স্কলারশিপ সম্পর্কে বলতে চাচ্ছি সেটি হল ভারতের অন্যতম বেসরকারি ব্যাংক এসডিএফসি ব্যাংকের স্কলারশিপ। ভারতের এই বেসরকারি স্কলারশিপ টি প্রথম শ্রেণি থেকে শুরু করে একদম পেশাদারী স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকে। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
আবেদনের শর্তাবলী / শিক্ষাগত যোগ্যতা:
প্রথমেই বলে নেওয়া যাক এই স্কলারশিপের আবেদন জানাতে গেলে ছাত্র-ছাত্রীদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বলা হয়েছে স্কলার্শিপে আবেদন জানতে গেলে-
• প্রথমত বিগত বছরের পরীক্ষায় ছাত্রছাত্রীকে অবশ্যই ৫৫ শতাংশ নম্বর পেতে হবে,
• অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং
• সেই সঙ্গে আবেদনকারী পারিবারিক বার্ষিক আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে।
এই মুহূর্তে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং স্নাতক ; স্নাতকোত্তর ; আইটিআই ; ডিপ্লোমা ; পলিটেকনিক বা এই ধরনের বিশেষ কোনো সঙ্গে যুক্ত রয়েছেন তারাও স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।।
এবার জেনে নিন এইচডিএফসি ব্যাংকের স্কলারশিপ থেকে আপনারা কোন স্তরে ঠিক কত টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বা বৃত্তি পেতে পারেন।
এইচডিএফসি ব্যাংকের স্কলারশিপে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত আবেদন কারীরা ১৫ হাজার টাকা ; দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৮ হাজার টাকা এবং স্নাতক স্তরের পড়ুয়ারা ৩০ হাজার টাকা এবং এইভাবে সর্বোচ্চ পেশাদারী কোর্সের পড়ুয়ারা ৭৫ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
আবেদন পদ্ধতি:
এবার যারা এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপের আবেদন জানাতে চান তারা সরাসরি এই স্কলারশিপের জন্য buddy4study– পোর্টাল ভিজিট করে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন এবং দ্বিতীয় ধাপে পুনরায় লগইন করে, ব্যাংক স্কলারশিপ সার্চ করে সেখান থেকে প্রয়োজনীয় তথ্য এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আপলোড করে খুব সহজেই আবেদন জানাতে পারেন।
মনে রাখবেন এই স্কলারশিপের আবেদন জানাতে গেলেও কিন্তু পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট ; পারিবারিক বার্ষিক প্রমাণপত্র সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন হবে।