চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স তথা BSF (BSF constable tradesman recruitment 2025) এর তরফ থেকে বিপুল পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৩৫৮৮ টি। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা BSF এ চাকরি করতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। তাই অতিসত্বর চলুন জেনে নেওয়া যাক আবেদনের সমস্ত তথ্য এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সবকিছু।
পদের নাম:
এখানে BSF- এর যে পদ গুলোতে কর্মী নিয়োগ হবে তা হচ্ছে
2) Constable (Cobbler)
2) constable (Tailor)
3) Constable (Carpenter)
4) Constable (Plumber)
5) Constable (Painter)
6) Constable (Electrician)
7) Constable (Cook)
8) Constable (Water Carrier)
9) Constable (Sweeper)
10) Constable (Barber)
11) Constable (Washer Man)
12) Constable (Waiter)
13) Constable (Pump Operator)
14) Constable (Upholster)
15) Constable (Khoji)
শূন্যপদ সংখ্যা:
এখানে সমস্ত পদ মিলিয়ে শূন্য পদ সংখ্যা রয়েছে ৩৫৮৮ টি। এছাড়াও শূন্যপদ সম্বন্ধে বিস্তারিত বিবরণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের এখানে বিভিন্ন Tradesman অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন
১) Cook, Water Carrier, Waiter
১০ম শ্রেণি উত্তীর্ণ + এনএসডিসি (NSDC) অথবা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফুড প্রোডাকশন / রান্না সংক্রান্ত কোর্স করা থাকতে হবে।
২) Carpenter, Plumber, Painter, Electrician, Pump Operator, Upholster
১০ম শ্রেণি উত্তীর্ণ + ২ বছরের আইটিআই (ITI) ট্রেড কোর্স অথবা ১ বছরের আইটিআই / ভোকেশনাল কোর্স + ১ বছরের অভিজ্ঞতা।
৩) Cobbler, Tailor, Washerman, Barber, Sweeper, Khoji/Syce
১০ম শ্রেণি উত্তীর্ণ + ট্রেডে দক্ষতা থাকতে হবে + ট্রেড টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক
বয়সসীমা:
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে লিখিত পরীক্ষা, শারীরিক মান পরীক্ষণ (PST) ও শারীরিক সক্ষমতা পরীক্ষণ (PET), ডকুমেন্ট যাচাই, ট্রেড টেস্ট, মেডিকেল পরীক্ষা এবং চূড়ান্ত মেধাতালি প্রকাশের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ এবং আবেদন পদ্ধতি:
ইচ্ছুক আবেদনকারীদের নিচে দেওয়া BSF এর অফিসিয়াল লিংকে ক্লিক করে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে। যদি নতুন হন তাহলে উক্ত ওয়েবসাইটে থাকা register অপশনে ক্লিক করে নিজেকে প্রথমে নথিভুক্ত করে নিতে হবে, এরপর আবেদন করতে হবে।
আবেদন মূল্য:
• UR / OBC / EWS প্রার্থীদের জন্য 100/- টাকা/-
• SC / ST /প্রাক্তন সেনা (ESM) / মহিলাদের জন্য 50/- টাকা আবেদন মূল্য।
পেমেন্ট পদ্ধতি: অনলাইনে করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: ২৮/০৮/২০২৫
আবেদন করুন: Apply Now
Download official notification