কেন্দ্র সরকারের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অধীনে থাকা কোলকাতার সাইন্স সিটিতে মাসিক ৩৫ হাজার টাকা বেতনের ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনি উক্ত সংস্থায় চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই খবরটি শুধুমাত্র আপনার জন্যই। নিম্নে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
পদের নাম:
সায়েন্স সিটি কলকাতায় সহকারী পাবলিক রিলেশন এক্সিকিউটিভ পদে করা হবে। অফিসের বিজ্ঞপ্তির প্রথম পৃষ্ঠায় উক্ত পদের দায়িত্ব বা কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই পড়ে নেবেন।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আরো বেশ কিছু শর্তগুলি দেওয়া হয়েছে, আপনারা সেগুলো অবশ্যই বিস্তারিতভাবে পড়ে নেবেন।
বয়সসীমা:
সহকারী পাবলিক রিলেশন এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সংগ্রহীত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাসিক বেতন:
অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভ পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হবে ৩৫,০০০/- টাকা।
আবেদনপ্রক্রিয়া:
উক্ত পদের প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে বলা হয়েছে। নিচে আবেদনপত্রের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে।। লিঙ্ক ভিজিট করে আবেদনপত্র ডাউনলোড করে নিন,. এরপর সেটা সঠিকভাবে পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এই অফলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করে আগামী ২০ তারিখ পর্যন্তই চলবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Controller of Administration, Science City, JBS Haldane Avenue, Kolkata – 700 046