ফের একবার, নতুন করে কয়েক হাজার শুন্য পদে এবং বিভিন্ন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ শুরু হয়েছে ভারতীয় নৌবাহিনীতে। আবেদন করা যাবে নূন্যতম মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতাতেই। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন থেকে সরকারি চাকরির প্রতিক্ষায় রয়েছেন, তাদের আজকের এই চাকরির খবরটি অবশ্যই ভালো করে পড়ে দেখা উচিত। নিম্নে শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি বিস্তারিত ভাবে তুলে ধরা হলো।
পদের নাম:
বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে নতুন করে যে পথগুলিতে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে তা হলো-
১) নেভাল কমান্ড,
২) চার্জম্যান,
৩) স্টোর সুপারিনটেনডেন্ট,
৪) স্টোর কিপার,
৫) ড্রাফ্টসম্যান,
৬) স্টাফ নার্স,
৭) অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার,
৮) ফার্মাসিস্ট,ক্যামেরাম্যান,
৯) ফায়ার ইঞ্জিন ড্রাইভার,
১০) ফায়ারম্যান,
১১) মাল্টি টাস্কিং স্টাফ,
১২) মোটর ড্রাইভার,
১৩) ট্রেডসম্যান সহ আরো বেশ কয়েকটি ক্যাটাগরিতে মোট ১১১০ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
যেহেতু আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হবে সেই কারণে প্রত্যেকটি পদের বেতন উল্লেখ করা সম্ভব নয়। তাই আপনারা বিজ্ঞপ্তি থেকে প্রত্যেকটি পদের মাসিক বেতন দেখে নিতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা:
পদ আলাদা হয় প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতাও আলাদা। কিছু ক্ষেত্রে ডিপ্লোমা কিছু ক্ষেত্রে ডিগ্রি এবং মাল্টি টাস্কিং স্টাফ বা এই ধরনের পদগুলির জন্য ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে। কোন পদে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা দেখতে হলে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারেন।
বয়সসীমা:
ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে যে পদগুলিতে কর্মী নিয়োগ শুরু হয়েছে সেখানে আবেদন করার জন্য আপনার বয়স বর্তমানে হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর বয়সেও আবেদন করা যাবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
নিয়োগপ্রক্রিয়া:
উপরে যে পদগুলির উল্লেখ করা হয়েছে সেই সমস্ত পদে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য তথ্য দেখে নিতে পারেন।
আবেদনপ্রক্রিয়া :
জয়েন ইন্ডিয়া নেভি (www.joinindianavy.gov.in) পোর্টাল ভিজে করে সরাসরি অনলাইন আবেদন জানাতে হবে।
১) প্রথমে নিম্নলিখিত লিঙ্ক ভিজিট করে ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্টার করে নিতে হবে।
২) দ্বিতীয় ধাপে পুনরায় ওয়েবসাইটে লগইন করতে হবে।
৩) লগইন করার পর আপনারা সেখানেই অনলাইন আবেদন পত্র পেয়ে যাবেন, সেটা সঠিকভাবে পূরণ করে খুব সহজেই আপনারা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন আপনি অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু আগামী ১৮ তারিখ পর্যন্তই চলবে।
আবেদন করুন: Apply Now