আপনি যদি ভারতীয় বায়ুসেনায় একটি সম্মানজনক পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের এই চাকরির খবরটি আপনার জন্য। কারণ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নতুন করে ভারতীয় বায়ু সেনায় প্রচুর সংখ্যক পদে নিয়োগ শুরু হয়েছে। তাই দেরি না করে দ্রুত এই সুযোগে সদ ব্যবহার করুন। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
পদের নাম:
বর্তমানে ভারতীয় বায়ু সেনায় যে পদের নিয়োগ শুরু হয়েছে তা হল অগ্নিবীর বায়ু।
শিক্ষাগত যোগ্যতা:
ইন্ডিয়ান এয়ার ফোর্সে অগ্নিবীর হিসেবে যুক্ত হতে চাইলে বিজ্ঞান বিভাগে আপনাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতা থাকার পাশাপাশি কিছু শারীরিক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেমন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫২ সেন্টিমিটার তবে। উত্তর পূর্ব ও পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা রাখা হয়েছে ১৪৭ সেন্টিমিটার এবং ছেলেদের বুকের মাপ হতে হবে কমপক্ষে ৭৭ সেন্টিমিটার।
বয়সসীমা:
উক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৭ বছর এবং সর্বোচ্চ ২১ বছর। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর বয়সের ক্ষেত্রে ছাড় থাকবে.
নিয়োগপ্রক্রিয়া:
অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে প্রথমে অনলাইন একটি লিখিত পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় ধাপে শারীরিক যোগ্যতা পরীক্ষা করা হবে। উভয় ক্ষেত্রে উত্তীর্ণ হলে পরবর্তীতে প্রার্থীদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।
আবেদনপ্রক্রিয়া:
আবেদনযোগ্য এবং আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে অনলাইন আবেদন জানানোর লিংক নিচে দেওয়া হলো। নিম্নলিখিত লিংক ভিজিট করে নিজের ফোন থেকে অথবা ল্যাপটপ অথবা যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে খুব সহজেই অনলাইন আবেদন আপনারা জানাতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত চলবে।।
আবেদন করুন: Apply Now