শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় জেলার মহকুমা অফিস থেকে ১১০টির বেশি শূন্যপদে আশা কর্মী নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত চাকরি প্রার্থীরা আশা কর্মী হিসেবে চাকরি করতে ইচ্ছুক,তাদের জন্যই আজকে চাকরির খবর। নিম্নে এই নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত উল্লেখ করা হলো।
পদের নাম এবং শূন্যপদ:
জেলার বারুইপুর মহকুমার বিভিন্ন ব্লকে মোট ১১২টি শূন্যপদে আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগ করা হবে।।
সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স:
তপশিলি ও উপজাতি শ্রেণীর মহিলাদের বয়স হত হবে সর্বনিম্ন ২২ এবং সর্বোচ্চ ৪০ বছর। অন্যদিকে বাকি ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে ৩০ থেকে ৪০ বছর।।
শিক্ষাগত যোগ্যতা:
আশা কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
▪ উল্লেখ্য যে শুধুমাত্র বিবাহিত/ বিধবা এবং আইনগতভাবে বিচ্ছেদ মহিলারাই আশা কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পদের মাসিক বেতন উল্লেখ করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে আশা কর্মী পদের মাসিক বেতন আনুমানিক ৫,০০০-৬,০০০ টাকার মতো হয়ে থাকে।
আবেদন জন্য প্রয়োজনীয় নথিপত্র:
আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই-
১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
২) বয়সের প্রমাণপত্র
৩) স্থায়ী বাসস্থানের
৪) পাসপোর্ট সাইজ ফটো
৫) জাতিগত শংসাপত্র ইত্যাদি।
আবেদন পদ্ধতি:
যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করার জন্য-
১) প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেখান থেকে আবেদন পত্রটির প্রিন্ট আউট বের করে নিন।
২) দ্বিতীয় ধাপে সেটিকে সঠিকভাবে পূরণ করুন।
৩) এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি যুক্ত করুন।
৪) সবশেষে সেটিকে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসুন।
নিয়োগ স্থানঃ বারুইপুর মহকুমা, দক্ষিণ ২৪পরগনা।
আবেদনের শেষ তারিখঃ আগামী ৭ই জুলাই পযর্ন্ত