পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা জুনিয়র ক্লার্ক (Junior Clerk) পদে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে।। সম্প্রতি সর্বোচ্চ মাসিক ৬৩ হাজার টাকা বেতনে,একটি বিশ্ববিদ্যালয়ের ২০০ এর কাছাকাছি শূন্য পদে জুনিয়র ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।।
পদের নামঃ
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) মোট এক ১৯৯টি শুন্য পদে জুনিয়র ক্লার্ক (Junior Clerk) নিয়োগ করা হবে।
মাসিক বেতনঃ
উক্ত সংস্থায় জুনিয়র ক্লার্ক পদে যারা সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে ১৯,৯০০/- টাকা থেকে শুরু করে ৬৩,২০০/- টাকা পর্যন্ত।
বয়স সীমাঃ
আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতাঃ
জুনিয়র ক্লার্ক পদে আবেদন করার জন্য প্রার্থীর প্রথমত যেকোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে। এবং সেই সঙ্গে তার অবশ্যই কোনো কম্পিউটার কোর্স করা থাকতে হবে। অর্থাৎ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
যারা উক্ত পদের জন্য আবেদন জানাবেন তাদের প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা দ্বিতীয় ধাপে তাদের কম্পিউটার টেস্ট এবং অন্তিম ধাপে টাইপিং টেস্টের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনমূল্য:
OBC/ General / EWS শ্রেণির প্রার্থীদের ৫০০/- টাকা আবেদনমূল হিসেবে দিতে হবে। বাকি ক্ষেত্রে SC/ST/PwBD প্রার্থীদের কোন প্রকার আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন পদ্ধতি:
বেনারস হিন্দু ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে।
১) অনলাইন আবেদন জানানোর জন্য প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে পোর্টালে রেজিস্ট্রেশন করে নিন।
২) দ্বিতীয় ধাপে ওয়েবসাইটে পুনরায় লগইন করুন।
৩) তৃতীয় ধাপে নিচে দেওয়া Apply Now Button-এ ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করে সেখানে খুব সহজেই আবেদন জানাতে পারেন। অনলাইন আবেদন জানানোর লিংক নিচে আপনাদের জন্য দেওয়া হলো। যদি আপনি নিচে অনলাইন আবেদন জানাতে না জানেন তাহলে অনলাইন আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী যেকোনো সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করতে পারেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
অনলাইন আবেদন করার পর আপনার আবেদন পত্রের প্রিন্ট আউট কপি বের করে সেটাকে আপনাদের নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Registrar, Recruitment & Assessment Cell,
Holkar House, BHU, Varanasi – 221005 (U.P.)
আবেদন করুন: Apply Now
Download official notification
আবেদনের শেষ দিন: এপ্রিল মাসের ১৭ই তারিখ।