আপনি কি ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন? অথবা ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে দেশের অন্যতম বড় একটি সরকারি ব্যাংক UCO Bank (UCO Bank recruitment 2025)। যেখানে UCO ব্যাংক ৫০০ টিরও অধিক শূন্য পদে শিক্ষানবিশ পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে। তাই এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:
এখানে UCO ব্যাংকের উক্ত পদের নামটি হচ্ছে শিক্ষানবিশ পদ। এখানে মোট ৫৩২ টি শুন্য পদ রয়েছে। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সংখ্যা রয়েছে ৮৬ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা দেশের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করা থাকলেই উক্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
বিশাল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স এখান ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন।
মাসিক বেতন:
UCO ব্যাংকের এটি একটি শিক্ষানবিশ পদ। তাই এখানে নিযুক্ত প্রার্থীদের একটি মিনিমাম সেলারি অর্থাৎ স্টাইপেন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে দুই ভাগে নিয়োগ করা হবে। প্রথমত হচ্ছে online exam এবং দ্বিতীয়ত merit list প্রকাশ করার মাধ্যমে প্রার্থীদেরকে নিযুক্ত করা হবে।
নিয়োগ স্থান:
সারা দেশ জুড়ে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে UCO ব্যাংক। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ৮৬ টি।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আপনি যদি UCO ব্যাংকের উক্ত পদে চাকুরীর জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে UCO ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং সেখান থেকে career অপশনে ক্লিক করে উক্ত পদের জন্য Online এ আবেদন করে দিতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করেও আপনি আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, আবেদন করার পুর্বে offical বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।
আবেদন মূল্য:
• General/ OBC/ EWS – ৮০০/- টাকা+ GST
• ST/SC – কোন আবেদন মূল্য নেই।
• PWD – ৪০০/- টাকা+ GST
আবেদন মূল্য Online এর মাধ্যমে পে করতে হবে সকল আবেদনকারীদের।
আবেদন করার শেষ তারিখ:
মনে রাখবেন এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ ৩০/১০/২০২৫ তারিখ পর্যন্ত।
আবেদন করুন: Apply Now
Download official Notification