ফের একবার ৭১৯ টি শুন্য পদে এবং শুধুমাত্র মাস শিক্ষাগত যোগ্যতায় ‘Territorial Army’ থেকে নতুন করে নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ করা হবে র্যালির মাধ্যমে। যদি আপনি টেরিটোরিয়াল আর্মিতে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকেই চাকরি খবরটি বিস্তারিত করে নিয়ে দ্রুত উক্ত পদের জন্য আবেদন জানাতে পারেন।
পদের নাম:
Territorial Army-তে নতুন করে মোট ৭১৯টি শূন্যপদে Soldier (General Duty) নিয়োগ করা হবে।
বয়স সীমা:
১৮ থেকে ২৮ বছর বয়সের প্রার্থীরা উক্ত পদে আবেদন জানাতে পারেন। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় অবশ্যই থাকবে।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক পাস (only 10th pass) শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
মাসিক বেতন:
উক্ত পদের কোন মাসিক বেতন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন শুরু হতে পারে ১৯,০০০/-থেকে ২১,০০০/- টাকা থেকে।
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগ করার ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে। প্রথমে নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে একটি অনলাইন টেস্ট এবং দ্বিতীয় Physical / Medical Test-এর ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
টেরিটোরিয়াল আর্মি থেকে একটি র্যালির মাধ্যমে যেহেতু নিয়োগ করা হবে সেই কারণে প্রার্থীদের বিজ্ঞপ্তি থেকে নির্দিষ্ট লোকেশনের র্যালি ডেট দেখে নিতে হবে এবং উক্ত স্থানে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হতে হবে। বিজ্ঞপ্তি থেকে এই সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে দেখে নেবেন।
আবেদনের তারিখ:
টেরিটোরিয়াল আর্মিতে ভর্তির র্যালি ২৫ নভেম্বর থেকে আগামী ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে।
আবেদন করুন: এখনও শুরু হয়নি