আপনি কি ভারতীয় রেলে চাকরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি রেলের রিক্রুভমেন্ট বোর্ড RRB এর তরফ থেকে রেলের NTPC বা নন-টেকনিকাল পদের জন্য নিয়োগের ঘোষণা দিয়েছে। যেখানে গ্রাজুয়েট লেভেলের প্রার্থীরা এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আপনি যদি রেলের এই নিয়োগ বিজ্ঞপ্তি সমন্ধে বিস্তারিত জানতে চান পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:
এখানে ERB NTPC গ্রাজুয়েট ও RRB NTPC আন্ডার গ্রাজুয়েট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এবং এই দুই ধরনের পদ মিলিয়ে এখানে প্রায় ৮০৫০ টির মধ্যে শুন্য পদ থাকবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী এখানে NTPC গ্রাজুয়েট পদের জন্য দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রেজুয়েশন ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন। এবং NTPC আন্ডার গ্রাজুয়েট পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে।
বয়সসীমা:
উক্ত দুটি পদের জন্য বয়সসীমা কিছুটা ভিন্ন রয়েছে। যেমন NTPC গ্রাজুয়েট পদের জন্য বয়স ১৮ থেকে ৩৩ বছর এবং আন্ডার গ্রাজুয়েট পদের জন্য ১৮ থেকে ৩৬ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন।
মাসিক বেতন:
যারা NTPC এর উক্ত পদ গুলোতে যারা চাকরি পাবেন তাদের প্রতিমাসে বেতন যথাক্রমে:
• Undergraduate (12th pass) – 28,000 – 32,000 টাকা ।
• Graduate (Degree) – 35,000 – 48,000/- টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে RRB NTPC এর উক্ত পদ গুলোর জন্য Computer Based Test, CBAT, Document Verification এবং Medical Examination এর পর প্রার্থী বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
RRB NTPC এর নন টেকনিক্যাল অর্থাত্ NTPC গ্রাজুয়েট এবং NTPC আন্ডার গ্রাজুয়েট পদের জন্য আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে খুব সম্ভবত গ্রাজুয়েট লেভেল আবেদনের প্রক্রিয়া ২০ অক্টোবর ২০২৫ এবং আন্ডার গ্রাজুয়েট পদের আবেদন প্রক্রিয়া ২৮ অক্টোবর শুরু হতে পারে। আবেদন প্রক্রিয়া শুরু হলে বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।