ভারতীয় রেলওয়ে তথা Indian Railway হচ্ছে সমগ্র ভারতবাসী তথা রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের আশার আলো। প্রতিবছর বিপুল সংখ্যক শূন্যপদ কর্মী নিয়োগ করে থাকে ভারতীয় রেল। তাই প্রতিবছরের মতো এবছরও বিপুল সংখ্যক শূন্য পদে RRB NTPC( Non-Technical Popular Categories) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রায় ৫ হাজারেরও উপরে কর্মী নিয়োগ করা হবে। তাই এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন আমাদের প্রতিবেদনটি থেকে।
পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:
রেলের উক্ত পদের নামটি হচ্ছে RRB NTPC তথা Non-Technical Popular Categories ( graduate and undergraduate)। এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৫,৮০৮ টি।
• Graduate – ৫,৮০৮ টি
• Undergraduate – ৩,০৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে RRB graduate পদের জন্য দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পাস এবং RRB undergraduate পদের জন্য উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে আবেদনকারীদের বয়স ১/০১/২৬ অনুয়ায়ী Graduate পদের জন্য ১৮ থেকে ৩৩ বছর এবং undergraduate পদের জন্য ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
RRB – এর উক্ত পদে আবেদনকারীদের ৩ টি ধাপে নিয়োগ করা হবে। যাথাক্রমে
• Computer-Based Test (CBT-I)
• Computer-Based Test (CBT-II)
• Typing Skill Test / Aptitude Test (as applicable)
• Document Verification
• Medical Examination
মাসিক বেতন:
RRB NTPC Graduate and Undergraduate পদের মাসিক বেতন আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে এ ব্যাপারে জেনে নিতে হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদনকারীদের জানিয়ে রাখি RRB NTPC এর গ্রাজুয়েট পদের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে undergraduate পদের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এই আবেদন প্রক্রিয়া ২৮ অক্টোবর থেকে শুরু হবে। তাই graduate প্রার্থীদের RRB এর অফিসিয়াল website গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। উক্ত আবেদন করার লিংক নিচে দেওয়া হলো।
আবেদন করার শেষ তারিখ:
• RRB NTPC ( graduate): ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত
• RRB NTPC ( undergraduate): ২৭ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
আবেদন করুন: Apply Now
Download official notification