বিরাট সংখ্যক শূন্য পদে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খালি রয়েছে ‘Railway Recruitment Cell- North Eastern Railway‘-তে। যারা দীর্ঘদিন থেকেই ভালো চাকরির খোজে রয়েছেন, তাদের জন্য চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। নিম্নে উক্ত সংস্থায় কর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
▪ পদের নাম ও শূন্যপদ সংখ্যা:
বর্তমানে ইন্ডিয়ান RRC-NER তে ১১০৪টি শূন্যপদে Act Apprentice (শিক্ষানবিশ) নিয়োগ করা হবে।।
বয়স সীমা:
যারা RRC-NER তে অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চাইছেন তাদের বয়স কত হবে বর্তমানে ১৮ থেকে ২৪ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক পাশ হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI কোর্স করা থাকতে হবে।।
▪ মাসিক বেতন:
অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী সম্মানজনক বেতন বা স্টাইপেন্ড দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে আবেদনকারীদের ‘Academic Records / প্রাপ্ত নম্বর এবং Document Verification এর ভিত্তিতে।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের অনলাইনে উক্ত পদের জন্য আবেদন জানাতে হবে।। অনলাইন আবেদন করার জন্য প্রার্থীদের নর্থ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল পোর্টাল ভিজিট করতে হবে। বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে সেগুলো পড়ে নিয়ে খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারবেন। নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ:
নভেম্বরের ১৫ তারিখ পযর্ন্ত অনলাইন আবেদন চলবে।
আবেদন করুন: Apply Now
Download official notification