ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক তথা India Post – এর তরফ থেকে অসংখ্য শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রায় ৩০০ এরাও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। তাই আপনি যদি এই মুহূর্তে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং India Post এর উক্ত পদে আবেদন করতে চান তাহলে বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে বিস্তারিত বিবরণ সহ উক্ত পথে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক বেতন, আবেদন করার শেষ তারিখ সবকিছু আলোচনা করা হবে।
পদের নাম এবং শূন্যপদ:
India Post এর উক্ত পদের নামটি হচ্ছে এক্সিকিউটিভ। এখানে সর্বোমোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৩৪৮ টি। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে শূন্যপদ সংখ্যা রয়েছে ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই India Post এর এক্সিকিউট পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
যারা India Post এর উক্ত পদে চাকুরী পাবেন তাদের চাকরি পাবার পর মাসিক বেতন প্রতিমাসে ৩০,০০০/- টাকা দেওয়া হবে। সেই সাথে কর্মদক্ষতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হবে।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের যাদের বয়স ২০ থেকে ৩৫ বছর কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির মেয়াদ বিবরণ:
জানিয়ে রাখি এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। আবেদনকারদের এখানে ১ বছরের চুক্তিভিত্তিকের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং এই নিয়োগ কর্মদক্ষতার উপরে সর্বাধিক ৩ বছর করে বাড়ানো হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে চাকরিপ্রার্থীদের একটি Merit List প্রকাশ হবে। এবং প্রয়োজনে আবেদনকারীদের online test, DoP এবং জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া শেষ হবার আগে চাকরিপ্রার্থীদের India Post এর নির্দিষ্ট Portal এ গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে প্রার্থীদের। এছাড়াও উক্ত আবেদন করার লিংক নিচে দেওয়া হলো। সেখান থেকেই চাইলে সরাসরি আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন মূল্য:
সবার জন্য ৭৫০/- টাকা আবেদনমূলক ধার্য করা হয়েছে IPPB এর তরফ থেকে।
আবেদন করার শেষ তারিখ:
শুরু হয়েছে ৯ অক্টোবর থেকে এবং আবেদন চলবে ১২ ই অক্টোবর, ২০২৫ পর্যন্ত
আবেদন করুন: Apply Now