আপনি যদি একজন সরকারি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – এরপর থেকে শিক্ষানবিশ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাপেন পাবেন আবেদনকারীরা। তাই আপনি যদি DRDO সঙ্গে নিজের উজ্জল একটি ভবিষ্যত গড়তে চান শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি এবং যেনে নিন DRDO এর উক্ত পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য।
পদের নাম:
এখানে DRDO এর উক্ত পদের নামটি হচ্ছে শিক্ষানবিশ পদ। অর্থাত্ আবেদনকারীদের এখানে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ করে দেবে DRDO
শূন্যপদ সংখ্যা:
অফিসিয়াল তথ্য অনুযায়ী উক্ত পদে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৫০ টি। যার মধ্যে গ্রাজুয়েট শিক্ষানবিশ ১০ টি এবং টেকনিশিয়ান শিক্ষানবিশ ৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে b.tech/ B.E, Diploma ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সের কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ এখানে সব বয়সের চাকরি-বাকরি আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
যারা DRDO এর উক্ত পদের জন্য প্রশিক্ষণ নেবেন তাদের প্রতি মাসে বেতন ১২,৩০০/- টাকা ( গ্রেজুয়েট) এবং ১০, ৯০০/- টাকা ( টেকনিশিয়ান) পদের জন্য স্টাইপেন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
যারা DRDO এর শিক্ষানবিশ পদের জন্য আবেদন করার যোগ্য তাদের নিচে দেওয়া লিংকে থেকে আবেদন পত্রটি সংগ্রহ করে এরপর সেটা প্রয়োজনে তথ্য দিয়ে ফিলাপ করে এবং সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে training.pxe@gov.in এই ইমেল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ:
মনে রাখবেন আবেদনকারীদের এখানে ১৯/১০/২৫ তারিখের আগে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
DRDO PXE-এর মাধ্যমে প্রক্রিয়ায আবেদনপত্র যাচাই করে শতাংশের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। এরপর PXE মাধ্যমে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে এবং নির্বাচিতদের ইমেলে যোগদানের জন্য চিঠি পাঠানো হবে।