এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি চাকরির প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। সম্প্রতি জানা গেছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে তরফে প্রচুর সংখ্যক শূন্যপদে একাধিক ক্যাটেগরিতে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। সুতরাং সরকারি চাকরি প্রার্থীদের অনুরোধ,আজকের এই চাকরির খবরটি পড়ে যাবতীয় তথ্য ভালো করে জেনে নিয়ে,উক্ত পদের জন্য দ্রুত আবেদন করুন।
পদের নাম
বতর্মানে West Bengal Power Development Corporation (WBPDCL) এর তরফে মোট ৪৯৯টি শূন্যপদে নিম্নলিখিত পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
1) Assistant Manager (Mechanical)
2) Assistant Manager (Electrical)
3) Assistant Manager (Instrumentation)
4) Assistant Manager (Civil)
5) Assistant Manager (HR&A)
6)Assistant Manager (IT)
7) Safety Officer
8) Operation & Maintenance Supervisor (Mechanical)
9) Operation & Maintenance Supervisor (Electrical)
10)Sub-Assistant Engineer (Civil)
11) Chemist
12)Draughtsman
13)Office Executive
14) Operator/ Technician (Fitter)
15)Operator/ Technician (Electrician)
16) Assistant Teacher (High School)
17) Librarian
বয়স সীমা:
অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় অবশ্যই থাকবে।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদগুলিতে আপনারা মাধ্যমিক,উচ্চমাধ্যমিক, আইটিআই সহ শিক্ষাগত যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। তবে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
মাসিক বেতন:
উক্ত পদগুলিতে যারা সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে ২৩,৪০০/ টাকা থেকে শুরু করে ১,৬০,৫০০/ টাকা পযর্ন্ত। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে পদ অনুযায়ী মাসিক বেতন দেখে নিতে পারেন
নিয়োগ প্রক্রিয়া:
উক্ত পদগুলিতে মোট তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম ধাপে প্রার্থীদের একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ; দ্বিতীয় ধাপে স্কিল টেস্ট এবং তৃতীয় ধাপে পার্সোনাল ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে। বিস্তারিত জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
আবেদন প্রক্রিয়া:
West Bengal Power Development Corporation (WBPDCL) পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। কিভাবে অনলাইন আবেদন জানাতে হবে সেটা জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি ১৪ থেকে ১৬ নম্বর পৃষ্ঠা ভালো করে চেক করুন। সেখানে যাবতীয় ধাপ বা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে,সেগুলো দেখে নিয়ে খুব সহজেই আপনারা অনলাইন আবেদন জানাতে পারেন। নিচে অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া হলো। লিঙ্ক ভিজিট করে খুব সহজেই আপনারা অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদন মূল্য:
উক্ত পদে আবেদন জানানোর জন্য UR/EWS/OBC ক্যাটাগরি প্রার্থীদের ১০০০ টাকা অনলাইন আবেদন মূল্য হিসেবে দিতে হবে। এই ক্যাটাগরির বাইরে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের কোন প্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ:
সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে শুরু করে আগামী অক্টোবর মাসের ১৩ তারিখ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন জানাতে পারবেন।
আবেদন করুন: Apply Now