RRB Recruitment 2025: ৪৩৪ টি শুন্যপদ, ভারতীয় রেলে প্যারামেডিকেল স্টাফ পদে প্রচুর কর্মী নিয়োগ

রেলের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB ( RRB paramedical staff recruitment 2025) এর তরফ থেকে ৪৩৪ টি শূন্যপদে প্যারামেডিকেল স্টাফ পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা RRB এর প্রকাশিত প্যারামেডিকেলের বিভিন্ন পদে আবেদন করতে চান এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আমাদের এই প্রতিবেদনটি পড়ুন। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।

পদের নাম: 

RRB এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে যে পদে নিয়োগ করা হবে সেগুলোর নাম হচ্ছে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) নার্সিং সুপারিনটেনডেন্ট

২) ডায়ালিসিস টেকনিশিয়ান

৩) হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর

৪) ফার্মাসিস্ট

৫) রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান

৬) ECG টেকনিশিয়ান

৭) ল্যাবরেটরি এসিস্ট্যান্ট

শূন্যপদ সংখ্যা: 

সমস্ত পদ মিলিয়ে এখানে শুন্য পদের সংখ্যা হচ্ছে ৪৩৪ টি।

শিক্ষাগত যোগ্যতা: 

পদ অনুযায়ী আবেদনকারীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সাধারণত এখানে মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন

মাসিক বেতন: 

RRB – এর প্যারামেটিকাল স্টাফ পদের মাসিক বেতন ভালোই। প্রার্থীদের এখানে সর্বনিম্ন মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে অত অনুযায়ী সর্বোচ্চ বেসন ৪৪,৯০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 

আবেদনকারী প্রার্থীদের বয়স ১/০১/২০২৬ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর হতে সর্বোচ্চ বয়স ৪০ বছরের প্রার্থীর আবেদন জানতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থনা বয়সে ছাড় পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া: 

প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের পরেই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

উক্ত পদ গুলোর জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এখানে আবেদন করার শেষ তারিখ ৮/০৯/২০২৫ তারিখ।

আবেদন করার শেষ তারিখ: ৮/০৯/২০২৫ তারিখ।

Railway paramedical staff recruitment last date

আবেদন মূল্য: 

• Gen/EWS/OBC – 500/- টাকা।

• SC/ST/PH – 250/- টাকা।

• All female category – 250/- টাকা।

আবেদন করুন: Apply Now

Dwnload official notification

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment