Punjab & Sind Bank Recruitment: 190 টি শূন্যস্থানে ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করার শেষ তারিখ ১০ অক্টোবর

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরির প্রার্থীরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক বা ব্যাংকের চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। সম্প্রতি জানা গেছে Punjab & Sind Bank-এ ১৯০ টি শূন্যপদে ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।।তাই ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি একটি বিরাট বড় সুযোগ ভালো বেতনের চাকরি পাওয়ার। নিম্নে যাবতীয় বিষয় বিস্তারিত ভাবে উল্লেখ করা হলো।।

 

পদের নাম ও শূন্য পদ:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab & Sind Bank নতুন করে মোট ১৯০ টি শূন্য পদে Specialist Officers (SO) হিসেবে Credit Manager এবং Agriculture Manager নিয়োগ করা হবে।।।

মাসিক বেতন:

উপরে উল্লেখিত কোন একটি পদের সুযোগ পেলে আপনি মাসিক ৬৪,৮২০/ শুরু করে সর্বোচ্চ ৯৩,৯৬০/টাকা মাসিক পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

উপরে উল্লেখিত Credit Manager পদে যেকোনো শাখায় স্নাতক পাস বা গ্র্যাজুয়েট হলেই আপনারা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে Agriculture Manager পদে আবেদন জানানোর জন্য আপনাদের Agriculture, Horticulture, Dairy, Animal Husbandry, Forestry, Veterinary Science, Agriculture Engineering, or Pisciculture- এর মধ্যে কোন একটি শাখায় গ্রাজুয়েট হতে হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখবেন।

বয়সসীমা:

উক্ত পদে আবেদন জানানোর জন্য আপনাদের বর্তমান বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

নিয়োগপ্রক্রিয়া:

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে ১০০ নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউ’এর ভিত্তিতে।

আবেদনপ্রক্রিয়াঃ

Punjab & Sind Bank-এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে। অফিসিয়াল পোর্টাল ভিজিট করলে আপনারা সেখানে খুব সহজেই অনলাইন আবেদন লিংক পেয়ে যাবেন। এছাড়াও নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা খুব সহজে উক্ত পদের জন্য আবেদন জানাতে পারেন। বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে দেখে নেবেন।

আবেদনের তারিখ:

১৯ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ১০শে অক্টোবর পর্যন্ত উক্ত পদেরর অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে।

আবেদন করুন: Apply now

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment