আপনি যদি ভারতীয় রেলে (Indian railway) চাকরি করতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। সম্প্রতি ভারতের পূর্ব মধ্য রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদের জন্য কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 1149 টি। উক্ত এই পদে ভারতের বিভিন্ন রাজ্যের চাকরী-প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সেই সঙ্গে আপনি যদি রেলের এই পদে আবেদন জানাতে চান এবং আগ্রহী হয়ে থাকেন তাহলে জেনে নিন শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য।
পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:
পূর্ব মধ্য রেলওয়ের তরফ থেকে যে পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস। এখানে মোট 1149 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল তথ্য অনুযায়ী উক্ত এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীরাদের ৫০ শতাংশ নাম্বার সহ 10th+ ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের এখানে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানতে পারবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বিশেষভাবে বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন:
এটি একটি শিক্ষানবিশ পদ। তাই ট্রেনিং চলাকালীন এখানে মাসিক স্টাপেন প্রদান করা হবে। তাই এই সমন্ধে যাবতীয় তথ্য আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে প্রতিটি ডিভিশন/ইউনিট অনুযায়ী আবেদনকারীদের তথ্যের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা তৈরি হবে। এরপর মেধা তালিকা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট ডিভিশনে ডকুমেন্ট যাচাইয়ের জন্য ডাকা হবে
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদনকারীরা রেলের RRC অর্থাৎ railway recruitment Cell এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করো আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা।
আবেদন করার শেষ তারিখ:
মনে রাখবেন এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ 25 October, 2025
আবেদন মূল্য:
General/OBC/EWS – 100/- টাকা।
SC/ST/PwBD/Women – Free/-
আবেদন করুন: Apply Now