Indian Bank recruitment: 171 টি শূন্যপদ, ইন্ডিয়ান ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! জেনে নিন কিভাবে আবেদন করবেন

আপনিও কখনো না কখনো ইন্ডিয়ান ব্যাংকের নাম নিশ্চয় শুনেছেন। ভারতের অন্যতম নামকরা একটি ব্যাংক হলো ইন্ডিয়ান ব্যাঙ্ক। সম্প্রতি সেই ইন্ডিয়ান ব্যাংকেরই তরফ থেকে বেশ কিছু শূন্য পদে স্পেসালিস্ট অফিসার (SO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যদি আপনি ‘Indian Bank’-এ চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে দ্রুত আজকের এই চাকরির খবরটি পড়ে নিয়ে উক্ত পদের জন্য আবেদন জানাতে পারেন।

পদের নাম:

মোট ১৭১ টি শূন্য পদে ইন্ডিয়ান ব্যাংকের তরফে স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়স সীমা:

আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স ২৩ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

উক্ত পদে আবেদনের ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংকের তরফে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যথা-

4-year Engineering / Technology Degree in Computer Science / Computer Applications / Information

Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communication / Electronics &

Instrumentation

(OR)

b) Post Graduate Degree in Electronics / Electronics & Tele Communication / Electronics & Communication /

Electronics & Instrumentation / Computer Science / Information Technology / Computer Applications

(OR)

c) Graduate having passed NIELIT ‘B’ Level (National Institute of Electronics and Information Technology)formerly known as the DOEACC ‘B’ Level.

মাসিক বেতন:

ইন্ডিয়ান ব্যাংকে একজন স্পেশালিস্ট অফিসার হিসেবে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হবে ৮৫,৯০০/- কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,২০,৯৪০/- টাকারও বেশি।

নিয়োগ প্রক্রিয়া:

উক্ত পথে মূলত দুটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ২২০ নম্বরের একটি অনলাইন / রিটেন টেস্ট এবং দ্বিতীয় ধাপে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন প্রক্রিয়া:

উক্ত পদে প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির ২৯ থেকে ৩২ নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন জানাবেন।

website and click on the careers page and then click

on.

b) To register applications, choose the tab “Click here for New Registration

১) আবেদন করার জন্য সবার প্রথমে (www.indianbank.bank.in) অফিশিয়াল পোর্টাল ভিজিট করুন।

২) দ্বিতীয় ধাপে পোর্টালের (Recruitment of Specialist Officers – 2025) লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।

৩) এরপর পুনরায় নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ পোর্টালে লগইন করুন।

৪) লগইন করার পর অনলাইন আবেদনের পেজটি পূরণ করে অনলাইন আবেদন জানাতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:

সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ থেকে শুরু করে আগামী অক্টোবর মাসের ১৩ তারিখ পর্যন্ত আপনারা অনলাইন আবেদন জানাতে পারবেন।

আবেদন করুন: Apply Now 

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment