চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বিশেষ করে যারা কেন্দ্র সরকারের ধীনত্ত সংস্থায় চাকরি খুঁজছেন তাদের জন্য Institute of Banking Personnel Selection (IBPS) এর তরফ থেকে ব্যাংকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে IBPS অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ করবে বলে জানা যাচ্ছে। তাই আপনি যদি বর্তমানে সরকারি চাকরি প্রস্তুতি নিয়ে থাকেন এবং IBPS এর ক্লার্ক পদের জন্য আবেদন করতে চান বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
এখানে IBPS এর দ্বারা জারি করা উক্ত পদ গুলোর নাম হচ্ছে
1) IBPS officer Scale I
2) IBPS officer Scale II
3) IBPS officer Scale III
শূন্যপদ সংখ্যা:
বিজ্ঞপ্তিটিতে শূন্যপদ সংখ্যা সম্বন্ধে এখনো কিছু জানানো হয়নি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
শিক্ষাগত যোগ্যতা:
IBPS এর প্রতিটা পদের জন্যই পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
১) প্রফেসর স্কেল – I
যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ এবং কম্পিউটার সম্বন্ধে বেশি ধারনা।
২) অফিসার স্কেল- II
৫০ শতাংশ নম্বর সহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস। এবং ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে দুই বছরের অফিসার পদের অভিজ্ঞতা।
৩) অফিসার স্কেল- III
যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ সঙ্গে ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো ব্যাংক অথবা আত্মীয় প্রতিষ্ঠানে পাঁচ বছরের অফিসার পদের অভিজ্ঞতা।
মাসিক বেতন:
যারা এখানে চাকরি পাবেন তাদের পদ অনুসারে ৩৩,০০০/- টাকা থেকে সর্বোচ্চ বেতন ৯১,০০০/- টাকা দেওয়া হবে। (পদ অনুযায়ী) ।
বয়সসীমা:
আবেদনকারীরা এখানে বয়স ১৮ বছর হতে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে Preliminary Exam, Main Exam এবং interview এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
• ST/SC/PwBD – 175/- টাকা
Generaleneral/Others – 850/- টাকা।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ
আবেদনকারীদের IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে। এছাড়াও নিচে দেওয়া Apply Now অপশনে ক্লিক করো আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন করুন: Apply Now
Download official notification
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে আবেদন করার শেষ তারিখ ২১/৯/২০২৫