শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেই এবং প্রচুর সংখ্যক শূন্য পদে, বর্তমানে চাকরি খালি রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধিনস্থ ইন্টেলিজেন্স ব্যুরোতে। যদি আপনি মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতাতেই কেন্দ্র সরকারের ভালো বেতনের চাকরি করতে চান,তাহলে আজকের এই চাকরির খবরটির সম্পূর্ণ পড়ে নিয়ে দ্রুত উক্ত পদের জন্য আবেদন জানান।
পদের নাম ও শূন্যপদ সংখ্যা:
নতুন করে ইন্টেলিজেন্স ব্যুরোতে মোট ৪৫৫ শূন্যপদে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা:
উক্ত পদের প্রার্থীরা ১৮ থেকে ২৮ বছর বয়সে আপনার জানাতে পারবেন সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উক্ত সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের অন্ততপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে অবশ্যই মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে। এছাড়াও ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকলে সেক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন।
মাসিক বেতন:
উক্ত সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে সুযোগ পেলে আপনাদের মাসিক বেতন হবে ২১,৭০০/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা পর্যন্ত। সেই সঙ্গে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা এবং ভাতা থাকবে।
নিয়োগ প্রক্রিয়া:
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে দুটি ধাপে। প্রথম ধাপে প্রার্থীদের ১০০ নম্বরের MCQ ভিত্তিক একটি অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে। এবং দ্বিতীয় ধাপে মোটর মেকানিজম বা ড্রাইভিং টেস্টের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আবেদন প্রক্রিয়া:
উক্ত পদে প্রার্থীদের অনলাইনে আবেদন এখনো শুরু হয়নি। শুধুমাত্র একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই যখনই অনলাইন আবেদন শুরু হবে আপনারা আমাদের ওয়েবসাইটে সমস্ত তথ্য পেয়ে যাবেন।
আবেদন মুল্য:
জানা যাচ্ছে EWS এবং OBC ক্যাটেগোরির প্রার্থীদের ৬৫০ টাকা অনলাইন আবেদন মূল্য হিসেবে দিতে হবে এবং এই ক্যাটাগরির বাইরে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের ৫৫০ টাকা অনলাইন আবেদন মূল্য হিসেবে দিতে হবে।।