হিন্দুস্তান কপারের মতো বড় একটা প্রাইভেট কোম্পানিতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ১০ টি শূন্যপদে ১ এক বছরের মেয়াদ ব্যাপী শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ নিয়ে করা হবে। তাই আপনি যদি বর্তমানে বেকার হয়ে থাকেন এবং হিন্দুস্তান কপারের মতন বড়ো একটি সংস্থায় প্রশিক্ষণ নিয়ে চাকরি করতেন চান শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হলো।
পদের নাম:
এখানে HPL এর যে সমস্ত পদ বা ট্রেন্ডে নিয়োগ করা হবে সেগুলোর নাম হচ্ছে ( ১ বছর ট্রেনিং)
১) ফিটার
২) প্লাম্বার
৩) ইলেকট্রিশিয়ান
৪) ওয়েল্ডার
শূন্যপদ সংখ্যা:
উক্ত এই ট্রেড গুলোতে শূন্য পদের সংখ্যা হচ্ছে মোট ১০ টি। অর্থাৎ এখানে মোট ১০ শূন্য পদে শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করখ হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে ওয়েল্ডার ট্রেন্ড পদে ৮ম পাস এবং বাকি পদ গুলোতে ১০+২ সিস্টেম অনুযায়ী মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রতিটি ট্রেড অনুযায়ী চাকরিপ্রার্থীদের কাছে ট্রেডে আইটিআই ( ITI) সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা এখানে ১৮ বছর থেকে ২১ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আগ্রহ ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানায় নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সহ অফিসার বিজ্ঞপ্তি থেকে আবেদন ফ্রম ডাউনলোড করে এবং সেটি পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় আবেদন তারিখ শেষ হওয়ার আগে পাঠিয়ে দিতে হবে।
আবেদন করার শেষ তারিখ:
মনে রাখবেন এখানে আবেদন করার শেষ তারিখ ৩০/০৯/২০২৫
আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
Junior Manager (HR), Hindustan Copper Limited, Taloja Copper Project, E33-36, MIDC, Taloja – 410208, Maharashtra।