Supreme court recruitment: ৩০ টি শূন্যপদ, ভারতীয় সুপ্রিম কোর্টে court master পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি

ভারতের সর্বোচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টকেই ধরা হয়। এবার সেই সুপ্রিম কোর্টের (supreme court Recruitment 2025) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে ৩০ টি শূন্যপদে জন্য court Master পদে প্রার্থী নিয়োগ করা হবে। পাশাপাশি এই পদেরও মাসিক বেতনও খুব ভালো রয়েছে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক supreme court এর court Master পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন সহ বিস্তারিত তথ্য।

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা: 

সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার নাম হচ্ছে Court Master। এখানে মোট ৩০ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: 

যারা সুপ্রিম কোর্টের Court Master পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন পে লেভেল ১১ অনুযায়ী ভাতা সহ ৬৩,৭০০/- টাকা দেওয়া হবে।

মাসিক বেতন: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত চাকরিপ্রার্থীরা দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছে এবং যাদের কম্পিউটার টাইপিং স্কিল (শর্টহ্যান্ডে ১২০ WPM এবং টাইপিংয়ে ৪০ WPM) জানা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে সঙ্গে যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠানে ৫ বছর স্টেনোগ্ৰাফার পদের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা: 

আবেদনকারী এখানে তাদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছেন অর্থাত্ ST/SC/OBC তারা আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি: 

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের এখানে শর্টহ্যান্ড (ইংরেজি) টেস্ট, অবজেকটিভ টাইপ লিখিত পরীক্ষা, কম্পিউটারে টাইপিং স্পিড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

যোগ্য চাকরিপ্রার্থীদের কে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উক্ত পদের জন্য নির্ধারিত সময়ের আগে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করেন এবং রেজিস্ট্রেশন অপশনে গিয়ে নিজেকে নথিভুক্ত করে এরপর অনলাইনে আবেদন করে দিতে হবে।

আবেদন মূল্য: 

সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য ১,৫০০/- টাকা আবেদন মূল্য এবং ST/ST/OBC/ Ex-servicemen/Pwd প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন মূল্য দিতে হবে আবেদন করার সময়।

আবেদন করার শেষ তারিখ: আবেদনকারীরা এখানে ৩০ আগষ্ট হতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করুন: Apply Now

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment