কোনরকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি পেতে পারেন কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষের অধিনে। সম্প্রীতি সংশ্লিষ্ট দপ্তর থেকে বেশ ভালো টাকা মাসিক বেতনে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা ডাটা এন্ট্রি অপারেটর পদে কেন্দ্র সরকারের অধীনে চাকরি করতে চান,তাদের জন্য আজকের এই চাকরি খবর।। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।।
পদের নাম:
কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ আয়ুষের অধীনে মোট তিনটি শূন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) নিয়োগ করা হবে।।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত ডাটা এন্ট্রি অপারেটরের পদে আবেদন করতে করতে চাইলে আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে। সেইসঙ্গে প্রতি মিনিটে ৩৫ টি হিন্দি অথবা ইংরেজি শব্দ টাইপ করা দক্ষতা থাকতে হবে, এছাড়াও সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন:
অফিশিয়াল বিভক্তি অনুযায়ী উক্ত ডাটা এন্ট্রি অপারেটর পদে সুযোগ পেলে আপনার মাসিক বেতন হবে ২৪,৩৫৬/- টাকা। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা।
বয়সসীমা:
বিজ্ঞপ্তিতে বয়স সীমার ক্ষেত্রে কিছু বলা হয়নি। অর্থাৎ যোগ্য এমন যেকোনো বয়সের প্রার্থীরা উক্ত পদে আবেদন জানাতে পারেন।
নিয়োগ পদ্ধতি:
যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না কিন্তু যথাযথ পদ্ধতি মেনে স্কিল টেস্ট বা টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।।
আবেদনপ্রক্রিয়া:
উক্ত ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে। অফলাইন আবেদন জানানোর জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তির শেষে দেখে যে আবেদন পত্রটি রয়েছে?.সেটি আপনাদের প্রথমে ডাউনলোড এবং পরে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করা হয়ে গেলে সেখানে সমস্ত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্রযুক্ত করে সেটিকে একটি মুখবন্ধ খামে ভরে সেটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Dr. Heena Mewara, Research Officer (Ay.), Scheme Section, Ministry of Ayush, Room No. 220, Plate-A, 2nd Floor, Office Block-III, East Kidwai Nagar, INA, New Delhi- 110023
আবেদনের তারিখ সমূহ: উক্ত পদের জন্য আপনারা নিজেদের আবেদনপত্র আগামী আগস্ট মাসের ৬ তারিখ পর্যন্তই পাঠাতে পারবেন।