লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ( LIC) – এর তরফ থেকে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি হতে চলেছে একটি দুর্দান্ত সুযোগ। কারণ LIC পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত থেকে ৮৪১ টি শূন্যপদে LIC বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করছে। তাই আপনি যদি এই বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানতে চান এবং সেই সঙ্গে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে চান আমাদের এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
পদের নাম:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে LIC – এর যে সমস্ত পদ গুলোতে কর্মী নিয়োগ করবে সেগুলোর নাম হচ্ছে
1) Assistant administrative officer
2) Assistant administrative officer specialist
3) assistant engineer (civil And electronics)
5) Assistant administrative officer insurance specialist
6) Assistant administrative officer Legal
শূন্যপদ সংখ্যা:
সমস্ত পদ মিলিয়ে এখানে প্রায় শূন্যপদের সংখ্যা হচ্ছে ৮৪১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে পদ অনুসারে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন b.tech/BE থেকে শুরু করে অত অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা। তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।
মাসিক বেতন:
চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে ৮৮,৬৩৫ টাকা এখানে বেতন শুরু হবে। এছাড়াও বিভিন্ন ভাতার সুবিধা প্রদান করা হবে।
বয়সসীমা:
পদ অনুযায়ী এখানে বয়সসীমা ভিন্ন ভিন্ন চাওয়া হয়েছে। তবে নূন্যতম ২১ বছর হতে ৩২ বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে।
নিয়োগ পদ্ধতি:
• প্রিলিমিনারি পরীক্ষা ( preliminary Exam)
• মেন পরীক্ষা ( Main Exam)
• ইন্টারভিউ ( interview)
• ডকুমেন্ট ভেরিফিকেশন ( documents verification)
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের LIC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম ফিলাপ করে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও নিচে দেওয়া LIC এর ডাইরেক্ট লিংকে ক্লিক করেও আবেদন জানানো যাবে।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে আবেদন করার শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫।
আবেদন করুন: Apply Now