কলকাতা ইনফোসিস (Infosys recruitment 2025) এর তরফ থেকে ফের একটি সুসংবাদ জারি করা হয়েছে। জানা গেছে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ফের একবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে Infosys এর তরফ থেকে। যেখানে পশ্চিমবঙ্গের বেকারের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলে চাকরি পেয়ে যাবেন। তাই আপনি যদি Infosys এ চাকরি করতে আগ্রহী হন শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
এখানে Infosys এর পদের নাম হচ্ছে তা হচ্ছে
১) customer service
2) service Desk ( voice)
মাসিক বেতন:
যারা এখানে উল্লেখিত দুটি পদের মধ্যে একটি পদে ইন্টারভিউ দিয়ে চাকরী পাবেন তাদের প্রতিমাসে বেতন ২০,০০০/- টাকা থেকে ৪০,০০০/- টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন ডিগ্রী সাথে কম্পিউটার নলেজ এবং ভালো কমিউনিকেশন স্কিল চাওয়া হয়েছে।
কারা আবেদন করতে পারবেন?:
বিজ্ঞপ্তি অনুসারে যারা নতুন এবং যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে দুই ধরনের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে।
বয়সসীমা:
২১ বছর হতে সর্বোচ্চ বয়সের প্রার্থীরা এখানে আবেদনের জন্য যোগ্য।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের এখানে নিচে দেওয়া উক্ত ঠিকানায় গিয়ে নিজের ইন্টারভিউ সম্পন্ন করে আসতে হবে। এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলে চাকরি পাওয়া যাবে।
ইন্টারভিউ লোকেশন: কলকাতা, Infosys অফিস Hatisala campus
ইন্টারভিউের ঠিকানা: Infosys Ltd Plot IIIG/2, P.S- NEWTOWN Kolkata 700135
• ইন্টারভিউয়ের তারিখ ও সময়সূচি: 29 and 30 August 2025 (11:00 am – 1:00 pm)
প্রয়োজনীয় ডকুমেন্টস: ( সঙ্গে করে নিয়ে যেতে হবে)
১). নিজের একটি Updated resume/CV
২). নিজের যে কোন দুটি পরিচয় পত্র যেমন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট।
৩). সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ( 10th pass, 12th pass, All semester পাশের সার্টিফিকেট এবং Graduation সার্টিফিকেট (Original)।
• জানিয়ে দেই: ইন্টারভিউ’র স্থানে camera অথবা laptop নিয়ে যাওয়া যাবে না নিরাপত্তাজনিত কারণে।