৭৫০ টি শূন্যপদ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস পদে প্রচুর কর্মী নিয়োগ! বেতন ১৫,০০০/- টাকা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তথা IOB এর তরফ থেকে দেশ জুড়ে বিপুল সংখ্যক শূন্য পদে অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে সারাদেশে সর্বমোট ৭৫০ টি শূন্যপদ এবং পশ্চিমবঙ্গে ৩৫ টি অ্যাপেন্টিস পদে কর্মী নিয়োগ করতে চলছে IOB ব্যাংক। তাই আপনার যদি স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি করার তাহলে আপনি IOB এর প্রকাশিত পদের জন্য আবেদন করতে পারবে। এবং এই পদ সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং আবেদন সম্বন্ধে বিস্তারিত তথ্যের জন্য আমাদের এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

 

পদের নাম: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিবেদন অনুসারে এখানে IOB ব্যাংকের যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে আপেন্টিস্ট ( Apprenticed) পদ।

শূন্য পদ সংখ্যা: 

অফিসার বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ৭৫০ টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস কর্মী নিয়োগ করা হবে এবং শূন্যপদের মধ্যে ৩৫ টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা: 

এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? অফিসার বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীরা এখানে দেশের যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকলেই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: 

IOB এর উল্লেখিত পদে শহর এবং গ্রাম এলাকাতে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। যেহেতু এটি একটি শিক্ষানবিশ পদ তাই এখানে মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে চাকরিপ্রার্থীদের। যেমন যারা মেট্রোপলিটন এলাকার চাকরি প্রার্থী তাদের মাসিক স্টাইপেন্ড ১৫,০০০/- টাকা অন্যদিকে ছাড়া শহর এলাকার চাকরিপ্রার্থী তাদের মাসিক স্টাইপেন্ড ১২,০০০/- টাকা এবং সেমি-আরবান ও গ্রামীণ এলাকার চাকরিপ্রার্থীদের জন্য মাসিক স্টাইপেন্ড ১০,০০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 

আবেদনকারীরা তাদের বয়স ন্যূনতম ২০ বছর থেকে এবং সর্বোচ্চ বয়স ২৮ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি:

মূলত IOB এর উক্ত পদে প্রার্থীদের CBT অর্থাৎ অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

আগ্রহ চাকরি প্রার্থীদেরকে আবেদন প্রক্রিয়ার শেষ হবার আগে iob এর উক্ত পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকেও প্রার্থীরা সরাসরি আবেদন জানাতে পারবেন। জানিয়ে রাখি এখানে আবেদন করার শেষ তারিখ ২৮/০৮/২০২৫।

IOB Bank apprentice recruitment

আবেদন মূল্য:

• General/OBC – ৮৭২/- টাকা‌

• ST/SC/women – ৭০৮/- টাকা।

আবেদন করার শেষ তারিখ: ২০/০৮/২০২৫

আবেদন করুন: Apply Now

Download official notification

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment