নতুন করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে ভারতীয় রেলে প্রচুর সংখ্যক শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে। যদি আপনি ভারতীয় রেলওয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের এই চাকরির খবরটি বিস্তারিত পড়ে দেখুন। নিম্নে সমস্ত খুঁটিনাটি বিষয় বিস্তারিত ভাবে তুলে ধরা হলো।
পদের নাম:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নতুন করে মোট ৬৪ টি শূন্য পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।।
শিক্ষাগত যোগ্যতা:
গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পদগুলিতে আপনারা মাধ্যমিক , উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় ভিত্তিতে আবেদন করতে পারেন। এছাড়াও আপনার কিছু স্পোর্টস অ্যাচিভমেন্ট অবশ্যই থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়টা বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারেন।
মাসিক বেতন:
চাকরিতে নিযুক্ত হওয়ার পর এখানে মাসিক বেতন রেলের বেতন কাঠামো অনুযায়ী পে লেভেল ৬ এবং পে ৭ অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা:
উক্ত পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি:
যোগ্য প্রার্থী নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপে প্রার্থীদের মূলত গেম স্কিলস, ফিজিক্যাল ফিটনেস ইত্যাদি বিষয়গুলো দেখা হবে এবং সেই ভিত্তিতে তাদের নম্বর দেওয়া হবে। দ্বিতীয় ধাপে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং স্পোর্টস আচিভমেন্টসের মূল্যায়ন করে তার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদনপ্রক্রিয়া:
ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীদের RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ছাড়াও নিচে দেওয়া উক্ত লিংকে ক্লিক করে এরপর রেজিস্ট্রেশন অপশন এ ক্লিক করে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ: রেলের উত্তর পদে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ২৯/০৮/২০২৫
আবেদন মূল্য:
•General/OBC – 500/- টাকা।
• SC/ST/PWD/women – 250/- টাকা।
আবেদন করুন: Apply Now