১০,২০০ বেশি সংখ্যক শূন্য পদে Institute of Banking Personnel Selection (IBPS) তবে ভারতের বিভিন্ন ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ শুরু হয়েছে। যদি আপনার ব্যাংকে চাকরি করার স্বপ্ন থেকে থাকে এবং দীর্ঘদিন থেকে আপনি চাকরির জন্য পড়াশোনা করে থাকেন, তাহলে আজকেই চাকরির খবরটি বিস্তারিত পড়ে নিয়ে দ্রুত উক্ত পদের জন্য আবেদন জানান।।
পদের নাম:
Institute of Banking Personnel Selection (IBPS) এর তরফে নিম্নলিখিত ব্যাংক গুলিতে মোট ১০ হাজার ২৭৭ টি শূন্য পদে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট (Customer Service Associate) নিয়োগ করা হবে।
যে সমস্ত ব্যাংকের কর্মী নিয়োগ করা হবে তা হল-
• Bank of Baroda
• Canara Bank
• Indian Overseas Bank
• UCO Bank
• Bank of India
• Central Bank of India
• Punjab National Bank
• Union Bank of India
• Bank of Maharashtra
• Indian Bank এবং Punjab & Sind Bank।
মাসিক বেতন:
কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট সুযোগ পাবেন তাদের মাসিক বেতন হবে ২৪,০৫০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৪,৪৮০/- টাকা।।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উক্ত কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে আবেদন জানাতে চাইলে আপনার অন্ততপক্ষে যেকোন শাখায় বা বিষয়ে স্নাতক পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে। এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির ১১ নম্বর পৃষ্ঠা পড়ে নিতে পারেন।
বয়সসীমা:
উক্ত পদগুলোতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স রাখা হয়েছে ২০ থেকে ২৮ বছর। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতি:
উপরে উল্লেখিত ব্যাংক গুলিতে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলি রয়েছে।
• Preliminary Examination
• Main Examination
• Document Verification
• Medical Examination এবং Interview
আবেদনপ্রক্রিয়া:
Institute of Banking Personnel Selection (IBPS)-এর অফিসিয়াল পোর্টাল ভিজিট করে যোগ্য এবং আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে। অফিসিয়াল পোর্টাল ভিজিট করে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন এবং তারপর লগইন করে অনলাইন আবেদন জানাতে পারবেন। অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য এবং গাইডলাইন অফিসিয়াল বিভক্তির ২৩ নম্বর পৃষ্ঠায় দিয়ে দেওয়া হয়েছে আবেদনের পূর্বে সেগুলো অবশ্যই পড়ে নেবেন।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এই অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্তই চলবে।
আবেদন মূল্য:
উক্ত পদে অনলাইন আবেদন করার জন্য SC/ST/PwBD/ESM/ DESM প্রার্থীদের ১৭৫ টাকা এবং এই শ্রেণীর বাইরে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, তাদের ৮৫০ টাকা অনলাইন আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
আবেদন করুন: Apply Now