আপনি কি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে কেন্দ্রীয় সরকারের দপ্তরে চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় দপ্তর IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো – এর তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন রাজ্যে থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাই আপনি যদি রাজ্যের চাকরির বেহাল অবস্থা দেখে কেন্দ্রীয় দপ্তরে ভালো টাকা বেতনে চাকরি খুঁজছেন তাহলে ইন্টেলিজেন্স ব্যুরো- তে আবেদন করতে পারেন এবং বিস্তারিত জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে।
পদের নাম এবং সংস্থার নাম:
এখানে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মী নিয়োগ করা হবে। যে পদে নিয়োগ করা হবে তার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল এজেন্সি অফিসা (গ্রেট ২/ এক্সিকিউটিভ)
মোট শূন্যপদ সংখ্যা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সারা ভারত থেকে ৩,৭১৭ জনকে নিয়োগ করা হবে IB এর এক্সিকিউটিভ পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ হলেই করতে পারবেন আবেদন।
মাসিক বেতন:
যারা IB এর উক্ত পদে চাকুরী পাবেন তাদের প্রতি মাসে বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স এখানে ১০ আগস্ট ২০২৫ সাল অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে আপনি যদি ST/SC/OBC ক্যাটাগরির মধ্যে পড়েছে তাহলে বয়সের ক্ষেত্রে ৫ এবং ৩ বছরের ছাড় পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি:
১) চাকরিপ্রার্থীদের এখানে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা;
• General Awareness (20 Marks)
• Quantitative Aptitude (20 Marks)
• Logical/Analytical Ability (20 Marks)
• English Language (20 Marks)
• General Studies (20 Mar)
২) ৩০ নম্বরের বর্ণনামূলক পরিক্ষা
৩)১০০ নম্বরের ইন্টারভিউ পরীক্ষা
৪)ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
আবেদনকারীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার আগে নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার উক্ত লিঙ্ক নিচে দেওয়া হল।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে কিন্তু আবেদন করার শেষ তারিখ ১০ আগষ্ট ২০২৫
আবেদন মূল্য:
• General/OBC – 650/- টাকা।
• SC/ST/- 550/- টাকা।
আবেদন করুন: Apply Now