IB New recruitment ৩৯৪ টি শূন্যপদ, ভারতীয় ইন্টেলিজেন্ট ব্যুরোতে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

সম্প্রতি কেন্দ্রীয় দপ্তর IB অর্থাৎ ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরো – এর তরফ থেকে নতুন করে অজস্র শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ৩৭১৭ টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতের যে কোন রাজ্যে থেকে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তাই আপনি যদি রাজ্যের চাকরির বেহাল অবস্থা দেখে কেন্দ্রীয় দপ্তরে ভালো টাকা বেতনে চাকরি খুঁজছেন তাহলে ইন্টেলিজেন্স ব্যুরো- তে নতুন পদের জন্য আবেদন করতে পারেন এবং বিস্তারিত জেনে নিন আমাদের এই প্রতিবেদনটি থেকে।

 

পদের নাম এবং শূন্যপদ সংখ্যা:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত IB – এর উক্ত পদের নমটি হচ্ছে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার (junior intelligence officer)। এখানে মোট ৩৯৪ টি শূন্য পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: 

আবেদনকারী IB-এর Junior Intelligence Officer (JIO) পদের জন্য Electronics/IT/Computer Science ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রী অথবা B.Sc (Electronics/CS/Math/Physics) অথবা BCA ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: 

যারা যারা ভারতীয় ইন্টেলিজেন্স দপ্তর তথা IB এর উক্ত পদে চাকুরী পাবেন তাদের প্রতি মাসে বেতন পে লেভেল ৪ অনুযায়ী দেওয়া হবে। ২৫,০০০/- টাকা থেকে সর্বোচ্চ বেতন ৮১,১০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীদের উপহাস ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলেই তারা IB এর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছার থাকবে।

নিয়োগ পদ্ধতি: 

আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এমন ডকুমেন্টস ভেরিফিকেশনের পর নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: 

আপনি যদি IB এর উক্ত পদের জন্য আবেদন করতে চান এর জন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও উক্ত আবেদন লিঙ্ক নিচে দেওয়া হলো, সেখানে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে কিন্তু আবেদন জানানোর শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।

আবেদন করুন: Apply Now

Download official notification

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment