চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর পূর্ব রেলের তরফ রেলের তরফ থেকে ( Eastern railway recruitment 2025)। বিশেষ করে যারা ভারতীয় রেলের চাকরি করতে চান তাদের জন্য আমাদের এই প্রতিবেদনটি। জানা গিয়েছে পূর্ব রেলের তরফ থেকে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ৩১১৫ টি শূন্যপদ সহ মাধ্যমিক পাশ যোগ্যতায় পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। তাই আপনি যদি সরকারি চাকরির পদ্ধতি নিয়ে থাকেন অথবা পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চাইছেন বিস্তারিত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।
পদের নাম:
পূর্ব রেলের যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্ট। এবং এখানে যে সমস্ত ট্রেডে নিয়োগ হবে সেগুলোর নাম হচ্ছে
১) ফিটার – Fitter
২) টার্নার – Turner
৩) মেশিনিস্ট – Machinist
৪) ওয়েল্ডার – Welder
৫) ইলেকট্রিশিয়ান – Electrician
৬) পেইন্টার – Painter
৭) কার্পেন্টার – Carpenter
৮) রেফ্রিজারেটর ও এসি মেকানিক – Refrigerator and Air Conditioning Mechanic
৯) ডিজেল মেকানিক – Diesel Mechanic
১০) মোটর ভেহিকেল মেকানিক – Motor Vehicle Mechanic
শূন্যপদ সংখ্যা:
সমস্ত ট্রেড গুলো মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা হচ্ছে ৩১১৫ টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীরা এখানে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার এবং নির্দিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।
যে সমস্ত ডিভিশনে নিয়োগ করা হবে:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা, কাঁচরাপাড়া হাওড়া, আসানসোল, লিলুয়া ডভিসনে ৩১১৫ টি শূন্যপদ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীরা এখানে রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। এছাড়া রাজ্যের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কে কিছু না উল্লেখ থাকলেও উক্ত ট্রেড গুলোতে মাসিক স্টাইপেন ৭০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া:
এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই, মাধ্যমিক ও ITI–র নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের পর নিয়োগ করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
ইচ্ছুক প্রার্থীদের পূর্ব রেলের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিঙ্ক থেকে উক্ত ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ তারিখ: মনে রাখবেন এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪/০৮/২০২৫ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৩/০৯/২০২৫
আবেদন করুন: এখনও শুরু হয়নি